অফবিট

সমুদ্রের ১১ বর্গফুটেই মিলছে ১.৯ মিলিয়ন প্লাস্টিক টুকরো, দেখুন ভিডিও

Advertisement

শ্রেয়া চ্যাটার্জি – মানুষের জীবন অনেকটাই প্লাস্টিক কেন্দ্রিক হয়ে উঠেছে। সমস্ত জায়গাতেই রয়েছে প্লাস্টিক। ঘর সাজানোয় প্লাস্টিক, খাবারের পাত্র প্লাস্টিক, সর্বক্ষেত্রেই শুধু প্লাস্টিক আর প্লাস্টিক। এক সময় প্লাস্টিকের সহজলভ্যতার জন্যই মানুষ প্লাস্টিককে কাছের করে নিয়েছিল। তখন হয়তো বুঝতে পারেনি প্লাস্টিক মানুষের জীবনে এতটা বিপদ ডেকে আনবে। এই প্লাস্টিক সামুদ্রিক বাস্তুতন্ত্রের ক্ষতি করছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে, তিমি মাছের পেট থেকে বের হচ্ছে প্লাস্টিকের দ্রব্য, কিংবা কচ্ছপের মুখ আটকে গেছে কোন পলিথিনের দড়িতে এই ভাবে নষ্ট হচ্ছে সামুদ্রিক প্রাণী জীবন। যত বজ্রপদার্থ নদীর জলে গিয়ে মেশে আর নদী-নালা তো শেষে সমুদ্রে গিয়ে মেশে। তবে সম্প্রতি একটি গবেষণায় চাঞ্চল্যকর ঘটনা উঠে এসেছে।

সমুদ্রের বুকে যে প্লাস্টিক রয়েছে সে কথা সকলেই জানেন। কিন্তু সেই প্লাস্টিকের পরিমাণ শুনলে অনেকেই অবাক হয়ে যাবেন। ১১ বর্গফুটের এলাকাতেই পাওয়া যাচ্ছে ১.৯ মিলিয়ন প্লাস্টিক। এই নিয়ে পরীক্ষা করতে নেমেছিলেন ম্যানচেস্টার ইউনিভার্সিটির বিজ্ঞানীরা। তারা দেখেন সমুদ্রের মধ্যে আগের চেয়ে অনেক বেশি পরিমাণে মাইক্রোপ্লাস্টিক রয়েছে। তারা জানিয়েছেন, সমুদ্রের মধ্যে প্লাস্টিকের বজ্র পদার্থ জমে থাকে এ কথা অনেকেরই জানা। কিন্তু তারা ভারি অবাক হয়ে গিয়েছিলেন, গভীর সমুদ্রে এতটা প্লাস্টিকের পরিমাণ দেখে। এত ছোট ছোট টুকরো সমুদ্রে মিশে থাকার ফলে সামুদ্রিক প্রাণীদের শরীরেও অনায়াসে চলে যাচ্ছে প্লাস্টিকের টুকরো। যার ফলে সামুদ্রিক জীবন আজ বিপন্ন।

এমন পরিস্থিতিতে একদিনের মধ্যে গোটা পৃথিবী কে প্লাস্টিক মুক্ত করা একেবারে অসম্ভব তবে আমরা যদি এ প্লাস্টিক আর না ব্যবহার করি তবে একদিন প্লাস্টিক মুক্ত পৃথিবী পাওয়া হয়তো সম্ভব। কিন্তু এই মুহূর্তে পৃথিবীতে যা প্লাস্টিক জমা রয়েছে তাকে যে কোন উপায়ে ধ্বংস করতে হবে। এই নিয়ে অনেক জায়গায় অনেক রকম গবেষণা চলছে। তবে আমাদের ছোট ছোট পদক্ষেপ এ পৃথিবী হয়তো আবার আগের মত তার রূপ ফিরে পেতে পারে। আমাদের রোজকার জীবনযাপন থেকে প্লাস্টিক কে বাদ দিতে হবে।

Related Articles

Back to top button