Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বৃহস্পতিবার আকাশে দেখা মিলবে ‘সুপার মুন’, জেনে নিন ভারতীয় সময়

৭ ই মে, বৃহস্পতিবার এই বছরের চতুর্থ এবং চূড়ান্ত সুপারমুন ‘সুপার ফ্লাওয়ার মুন’ দেখা যাবে। এই বছর ইতিমধ্যে তিনটি সুপারমুন দেখা গেছে। গত মাস ‘সুপার পিঙ্ক মুন’ দেখা গিয়েছিল। জ্যোতির্বিজ্ঞানীদের…

Avatar

৭ ই মে, বৃহস্পতিবার এই বছরের চতুর্থ এবং চূড়ান্ত সুপারমুন ‘সুপার ফ্লাওয়ার মুন’ দেখা যাবে। এই বছর ইতিমধ্যে তিনটি সুপারমুন দেখা গেছে। গত মাস ‘সুপার পিঙ্ক মুন’ দেখা গিয়েছিল। জ্যোতির্বিজ্ঞানীদের দ্বারা ‘পেরিজি’র পূর্ণ চাঁদ সুপারমুন নামে পরিচিত। চাঁদ তার উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীর নিকটতম স্থানে এলে তাকে সুপারমুন বলা হয়। সেই অর্থে, একটি নতুন চাঁদও একটি সুপারমুন। এদিন আকাশে চাঁদ কিছুটা বড় এবং উজ্জ্বল দেখায়। ‘সুপারমুন’ শব্দটি আমেরিকান জ্যোতিষী রিচার নোল ১৯৭৯ সালে প্রথম ব্যবহার করেছিলেন।

বৃহস্পতিবার, পূর্ণ চাঁদকে সুপার ‘ফ্লাওয়ার’ মুন বলা হয় কারণ এটি পৃথিবী থেকে ৩ লক্ষ ৬১ হাজার ১৮৪ কিলোমিটার দূরে থাকবে। যেখানে চাঁদ ও পৃথিবীর মধ্যে গড় দূরত্ব ৩ লক্ষ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার। এই চাঁদটি শস্য রোপণ চাঁদ এবং দুধ চাঁদ নামেও পরিচিত। ফুল চাঁদ ঐতিহ্যগতভাবে বছরের পঞ্চম পূর্ণিমা হলেও এই বছর এটি একটি সুপারমুনের সাথে মিলে যায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কখন এবং কীভাবে সুপার ফ্লাওয়ার মুন দেখা যাবে?

বৃহস্পতিবার ভারতীয় সময় বিকাল ৪ টা ১৫-তে দেখা যাবে এই সুপারমুন। এটি পৃথিবী থেকে সূর্যের দ্বারা পুরোপুরি আলোকিত হতে দেখা যাবে। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, বৃহস্পতিবার ৯৯ শতাংশ আলোকিত অবস্থায় এই পূর্ণ চাঁদ দেখা যাবে। পরবর্তী সুপারমুনটি ২৭ এপ্রিল, ২০২১-এ দেখা যাবে। একটি ‘সুপার পিঙ্ক মুন’ হিসেবে দেখা যাবে তা। এর পরেরটি ২৬ শে মে, ২০২১-এ দেখা যাবে। ২০২১ সালে কেবলমাত্র দুটি সুপারমুন দেখা যাবে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

About Author