দেশনিউজ

জুন-জুলাইয়ে ভারতে আক্রান্তের সংখ্যা হবে সর্বাধিক, আশঙ্কা দিল্লি এইমস ডিরেক্টরের

Advertisement

করোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি হয়েছে লকডাউন। কিন্তু লকডাউনে সংক্রমণ কমার বদলে উল্টে বাড়ছে। ইতিমধ্যেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫০ হাজার। বৃহস্পতিবার দিল্লির এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া জানিয়েছেন, এমন ভাবে সংক্রমণের ধারা বজায় থাকলে জুন-জুলাইয়ে দেশে আক্রান্তের সংখ্যা হবে সর্বোচ্চ।

ভারতে লকডাউন সঠিকভাবে মানা হয়নি বলে মত তার। এই বিষয়ে তিনি বলেন, “চীন, ইতালি বা বাইরের দেশ গুলিতে যেভাবে লকডাউন মানা হয়েছে ভারতে সেভাবে মানা হয়নি। ফলে লকডাউন সঠিকভাবে মানার ফলাফল তারা পাচ্ছেন কিন্তু ভারতে সেই সুবিধা পাওয়া যাচ্ছেনা। সেই কারনেই সংক্রমণের হার কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছেনা।” এরপরই তিনি বলেন, “ভারতে এই ধারা বজায় থাকলে জুন-জুলাইয়ে দেশে আক্রান্তের সংখ্যা হবে সর্বাধিক।”

দিল্লি এইমসের ডিরেক্টর এই লকডাউন বাড়ানোর পক্ষে। তবে অর্থনীতির দিকে নজর রেখে লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পক্ষে তিনি। দিনের পর দিন বিশ্ব জুড়ে করোনার দাপট বেড়েই চলেছে। সমগ্র বিশ্বে এখনো পর্যন্ত আক্রান্ত ৩৭ লক্ষের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ২ লক্ষ ৬৩ হাজারের বেশি। উদ্বেগ বাড়িয়ে ভারতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। ভারতে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ১৭৮৩ জনের। কবে এই অবস্থা থেকে মুক্তি মিলবে তা কেউ জানেনা।

Related Articles

Back to top button