রেশন নিয়ে বিভ্রান্তি নয়, ডিজিটাল কার্ড ছাড়াও পাওয়া যাবে রেশন, ঘোষনা মুখ্যমন্ত্রীর
স্টাফ রিপোর্টার: যাদের ডিজিটাল রেশন কার্ড নেই এবার তারাও পাবেন রেশন। বৃহস্পতিবার এমনই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ক্যাবিনেট কমিটির বৈঠকের পর জানানো হয়েছে, যাদের ডিজিটাল রেশন কার্ড নেই বা যারা ডিজিটাল কার্ডের জন্য আবেদন করেননি এবার থেকে তারাও রেশন পাবেন। যারা বহুদিন রেশন তোলেননি এবার তারাও পাবেন রেশন। সেক্ষেত্রে সরকারের কাছে আবেদন করতে হবে, সরকারের তরফে তাদের কুপন দেওয়া হবে। সেই কুপন দেখালেই মিলবে রেশন সামগ্রী।
লকডাউন জারি হওয়ার পর থেকেই থমকে সবকিছু, বন্ধ উৎপাদন। ফলে প্রবল খাদ্য সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে তাই সকলকে সম্পূর্ণ বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা করা হয়। খাদ্য সংকট যাতে না হয় তারজন্য মাথাপিছু রেশনের বরাদ্দ বাড়ানো হয়েছিল। এবার সেই রেশন নিয়ে বড় সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার। সরকারের এই নতুন সিদ্ধান্তে একটি বড় অংশের মানুষের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।
রেশন বিতরণ নিয়ে রাজ্যের নানা প্রান্ত থেকে কারচুপির অভিযোগ আসছিল। কোথাও সাধারণ মানুষ রেশন পাচ্ছিলেন না আবার কোথাও বা কম রেশন পাওয়া যাচ্ছিল। এই সমস্ত অভিযোগ নিয়েও গতকাল আলোচনা হয় ক্যাবিনেট বৈঠকে। অভিযোগ পাওয়া মাত্রই সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সরকার।