কৌশিক পোল্ল্যে: যারা সাউথ ইন্ডিয়ান ছবি দেখতে পছন্দ করেন এবং নিয়মিত দেখেন, তাদের কাছে বিজয় দেভারাকোন্ডা একটি বিশেষ নাম। মাত্র কয়েক বছরেই ইন্ডাস্ট্রিতে রাজ জমিয়ে করেছেন একের পর এক অনবদ্য ছবি। বর্তমানের উঠতি সুপারস্টারদের মধ্যে তিনিই অন্যতম, যার ফ্যান ফলোয়িং বাড়ছে ঝড়ের গতিতে। এমনকি বছরের সেরা অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরষ্কারটিও গিয়েছে তারই ঝুলিতে। আজ অভিনেতার ৩১তম জন্মদিনটি তাদের ভক্তদের জন্য খুবই বিশেষ দিন, তাই আপনি যদি বিজয়ের খুব বড় ফ্যান হন তাহলে তার অভিনীত পাঁচটি সেরা ছবির খবর অবশ্যই জেনে রাখুন।
১) ডিয়ার কমরেড: দক্ষিণে ২০১৯ এর অন্যতম সেরা ছবি যেটি বক্সঅফিসে প্রথম দিনেই ১৮কোটির গ্র্যান্ড ওপেনিং করেছিল। ‘ববি’ নামক একটি ছেলে তার ঠাকুরদার আদর্শে নিজেকে গড়ে তুলে তার প্রেমিকার নষ্ট হয়ে যাওয়া কেরিয়ার আবার গড়ে তুলে কীভাবে তার ক্রিকেটার হবার স্বপ্নকে পূরন করে সেই নিয়েই ছবির মূল গল্প। ছবিতে তার বিপরীতে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী রাশ্মিকা মন্দনা।
২) অর্জুন রেড্ডি: এই ছবিই বিজয়কে রাতারাতি স্টার বানিয়ে দেয়। ‘কবীর সিং’ সিনেমাটির কথা নিশ্চই আপনাদের মনে আছে। সেই সুপারহিট ছবিটি এই দক্ষিণী ছবির থেকেই অনুপ্রানিত। ‘কবীর সিং’ অভূতপূর্ব সাফল্য পেলেও এই ছবিটিও কোনো অংশে কম নয়। একটি বদমেজাজি, মাদকাসক্ত ছাত্রজীবনের কাহিনী ছবিতে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
৩) গীতা গোবিন্দম: ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত রোমান্স এবং কমেডির মিশেলে নির্মিত এই ছবিটি অগনিত মানুষের মন জয় করে নেয়। একটি সাধারন ছেলে গোবিন্দ কীভাবে তার প্রেমিকাকে নিজের জীবনসঙ্গী হিসেবে পায় সেই গল্প নিয়েই ছবির মূল প্লট।
৪) ট্যাক্সিওয়ালা: ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত বিজয়ের আর একটি অন্যতম ছবি যেখানে একটি সুপারন্যাচরাল কমেডি থ্রিলার আমরা দেখতে পেয়েছি। একটি নতুন গাড়ি পেয়ে এক ট্যাক্সি ড্রাইভারের জীবন পুরোপুরি পালটে যায়। এই ছবিটিও বক্সঅফিসে হিট এবং দর্শকদের খুব পছন্দের।
৫) নোটা: যদি সমালোচকদের মতে এটি একটি অ্যাভরেজ ভার্ডিক্ট ছবি। তবুও বিজয়ের অভিনয় এই ছবিতে অত্যন্ত প্রশংসনীয়। রাজনৈতিক থ্রিলারের উপর তৈরি এই ছবিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে।