করোনার সংক্রমণে নাস্তানাবুদ গোটা বিশ্ব। ক্ষুদ্রাতিক্ষুদ্র জীবাণুটি মানুষকে করেছে ঘরবন্দী। লক ডাউনের জেরে রাস্তাঘাট জনশূন্য। ঘরবন্দী থাকার কারনে মানুষের হাতে এখন অফুরন্ত সময়। আর এই সময়কে কাজে লাগিয়ে পড়ে থাকা কাজ সেরে ফেলছেন অনেকে। সেইরকম নৈনিতালের একটি ছোট্ট গ্রাম খারকির গ্রামবাসীরা লক ডাউনের এই অফুরন্ত সময়কে কাজে লাগিয়ে মাত্র একমাসেই মেরামত করে ফেললেন সেই গ্রামের প্রায় ভঙ্গুর একটি তিন কিলোমিটারের রাস্তা।
যদিও সেই রাস্তাটি প্রশাসনের তরফে বানানো হয় বছর দশেক আগে। কিন্তু দশ বছর অতিবাহিত হলেও যত সময় গিয়েছে ততই রাস্তা ভঙ্গুর হয়ে পড়েছে। চলাচল করতে গেলে সমস্যায় পড়তে হয় গ্রামের মানুষকে। তাই প্রশাসনের কাছে আবেদন করেও হয়নি লাভ। এদিকে রাস্তা মেরামত করাও দরকার কিন্তু সময়ের অভাব। এরপরেই দেশে লক ডাউন জারি হয় আর তাঁরা সেই সময়কে কাজে লাগিয়ে মাত্র একমাসের মধ্যে তিন কিলোমিটারের রাস্তাটি মেরামত করেন সকলে মিলে।
যার বাড়িতে যা যা যন্ত্রপাতি ছিল তাই দিয়েই তাঁরা রাস্তা সারাইয়ের কাজে হাত লাগান। গ্রামে সবমিলিয়ে বসবাস ৪০ টি পরিবারের। একেই পাহাড়ি এলাকা তারফলে বড়ো ধস বা ফাটল লেগেই রয়েছে। তাই প্রায় ভঙ্গুর রাস্তাটির উপর দিয়ে যাতে প্রাণের ঝুঁকি নিয়ে না যেতে হয় তার জন্যই তাঁদের এই উদ্যোগ। তবে কাজের ক্ষেত্রে গ্রামবাসীরা যথেষ্ট বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। ছোটো ছোটো দলে ভাগ হয়ে সামাজিক দূরত্ব মেনে, মাস্ক ব্যবহারের মাধ্যমেই তাঁরা দিনের পর দিন কাজে যোগ দিয়েছেন।