ফের সংবাদের শিরোনামে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। করোনা যুদ্ধে যে সব স্বাস্থ্যকর্মীরা দিনরাত লড়াই করে চলেছে। সেই স্বাস্থকর্মীদের জন্য বেতন বাড়ানোর কথা ঘোষণা করেছেন কানাডার প্রধানমন্ত্রী। পুরো কানাডার জন্যই নিয়ম কার্যকর করা হয়েছে। কানাডা সরকারের পক্ষ থেকে এই জন্য ১৬ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
কানাডার প্রধানমন্ত্রী জা৪ নিয়েছেন যে দেশের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করছেন, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন, তাদের জন্য এটা করা উচিত। এরফলে দেশের সব স্বাস্থ্যকর্মীদের তাদের এই কাজের জন্য সম্মান জানানো হবে। এছাড়া দেশের স্বাস্থ্যব্যবস্থাও উন্নত হবে। প্রত্যেকে আরো উৎসাহিত হয়ে কাজ করতে পারবে। কানাডাতে লকডাউন এখনও কার্যকর রাখা হয়েছে।
কানাডাতে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। এখনও পর্যন্ত কানাডাতে আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ৯১৮ জন। মারা গেছেন ৪ হাজার ৮২৩ জন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে কিউবেক প্রদেশ। তবে কানাডার এই নতুন উদ্যোগের পরে ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনরা। ভারতে স্বাস্থ্যকর্মীদের উপর নানাভাবে হেনস্থা করার অভিযোগ আসছে। এছাড়া তাদের জন্য প্রয়োজনীয় চিকিৎসার সরঞ্জাম যেমন-পিপিই, মাস্ক ও পাওয়া যাচ্ছে না বলার অভিযোগ এসেছে।