এবার মিজোরামে আর নতুন কোনো সংক্রমণের হদিস নেই। সরকারের তরফ থেকে মিজোরামকে করোনা মুক্ত রাজ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। যে রোগীর করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছিল তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে। এরপর তাঁকে গত শনিবার হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। উত্তর-পূ্র্ব ভারতের সিকিম, নাগাল্যান্ড, মনিপুর, অরুণাচল প্রদেশের পর এবার মিজোরাম করোনা মুক্ত রাজ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে।
জানা গিয়েছে, গত ১৬ই মার্চ ৪৫ বছরের এক ব্যক্তি আমস্টারডাম থেকে ফেরেন। এরপরই তাঁর শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। তাই গত ২৪শে মার্চ তিনি জোরাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। করোনার পরীক্ষা করাতে তাঁর লালারস সংগ্রহ করা হয়। রিপোর্ট পজিটিভ আসে। গত ৪৫ দিন ধরে ওই হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। এরপর ফের লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে রেপিড টেস্টে তাঁর রিপোর্ট নেগেটিভ আসে। গত শনিবার তাঁকে ছুটি দেওয়া হয়।
তাঁর স্ত্রী ও মেয়েকে হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়। যদিও তাঁদের রিপোর্ট নেগেটিভ আসে। এর ৪ দিন পর তাঁদের হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। ওই করোনা আক্রান্ত ব্যক্তি যদিও আরও ১৪ দিন নিজের বাড়িতে সেল্ফ আইসোলেশনে থাকবেন। রাজ্যের প্রশংসায় মিজোরামের মুখ্যমন্ত্রী পু জোরামথাঙ্গা বলেন, এই রাজ্যে মানুষেরা নিয়ম শৃঙ্খলা মেনে চলেন তাই এখানে নিয়মশৃঙ্খলা লঙ্ঘন হয় না। রাজ্যের সকল মানুষ, চার্চ, স্বেচ্ছাসেবী সংস্থা একসাথে কাজ করেছে। সামাজিক দূরত্বকে সবসময় মেনে চলেছে রাজ্যের মানুষ। তাই আশা করা যায় ভবিষ্যতে রাজ্যে করোনার সংক্রমণ হবে না।’