করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে, গত ২৪ ঘন্টায় এ পর্যন্ত সবথেকে বেশি সংখ্যক মানুষের আক্রান্ত এবং মৃত্যুর তথ্য পাওয়া গেছে। শনিবার যেখানে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১০৮ জন, আজ তা বেড়ে দাঁড়ায় ১৫৩ জন। বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৯৩৯। যার মধ্যে অ্যাক্টিভ করোনা আক্রান্ত ১,৩৩৭ জন।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে। রাজ্যে এখনো পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৮৫ জনের৷ যার মধ্যে ৭২ জনের মৃত্যু হয়েছে কো-মর্বিডিটির কারণে। করোনায় শুধু মৃত্যু নয়, সুস্থ ও হয়েছেন অনেকে, এখনো পর্যন্ত করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭২ জন। গত ২৪ ঘন্টায় ৯৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৷
করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলার সাথে সাথে বাড়ছে নমুনা পরীক্ষার পরিমান। করোনার মোট ৪৩ হাজার ৪১৪টি নমুনা পরীক্ষা হয়েছে, যার মধ্যে রবিবার সবথেকে বেশি সংখ্যক নমুনা পরীক্ষা হয়েছে, ১৮ টি ল্যাবে চলছে পরীক্ষা। ৪০৪৬ নমুনা পরীক্ষা হয়েছে আজ। বর্তমানে ৫৮২টি সরকারি কোয়ারেন্টাইনে ৫৯২১ জন রয়েছেন। ৬৮টি কোভিড হাসপাতালে ৮৫৭০টি বেড আছে ৮৫৭০ টি, রয়েছে ৯০৭ টি আইসিইউ বেড এবং ৩৯২ টি ভেন্টিলেটর।