আগামীকাল দেশজুড়ে চলবে ট্রেন, ট্রেনে ওঠার আগে মানতে হবে বেশকিছু নিয়ম
শুরু হতে চলেছে ট্রেন চলাচল, দীর্ঘদিন ধরে করোনার কারনে বেড়ে চলেছে লকডাউন। লকডাউনের কারনে বন্ধ ছিল ট্রেন চলাচল। ট্রেন চলাচল শুরু হচ্ছে ১২ই মে থেকে, টিকিট বিক্রি শুরু হবে ১১ই মে থেকে। ১৭ই মে তৃতীয়দফায় লকডাউন শেষ হচ্ছে তার আগেই শুরু হয়ে যাচ্ছে লকডাউন।
রেল মন্ত্রকের তরফে প্রথমে ১৫ জোড়া ট্রেন নির্বাচিত কয়েকটি জোনে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে রেলমন্ত্রকের তরফে কিছু বিশেষ ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার থেকে শুরু হবে ট্রেন চলাচল, তার আগে সোমবার বিকেল ৪টে থেকে ট্রেনের রিজার্ভেশন শুরু হবে। তবে স্টেশনে টিকিট কাউন্টার বন্ধ থাকায় একমাত্র অনলাইনেই বিক্রি হবে টিকিট।
স্টেশনে প্রবেশের পর লাগবে কনফার্মড টিকিট, প্লাটফর্মে টিকিট বিক্রিও বন্ধ থাকায় যাত্রীদের স্টেশনে যেতে লাগবে বৈধ টিকিট। কারন বৈধ টিকিট কি না তা পরীক্ষা করে তবেই ট্রেনে উঠতে দেওয়া হবে। করোনা সতর্কতার কথা মাথায় রেখে ট্রেনে ওঠার আগে যাত্রীদের স্ক্রিনিং করা হবে সেখানে যদি কারোর মধ্যে করোনার কোনও উপসর্গ দেখা যায় তাহলে তাদের ট্রেনে উঠতে দেওয়া হবে না। এছাড়াও প্রত্যেক যাত্রীকেই ব্যবহার করতে হবে মাস্ক অথবা ফেস কভার। অনলাইনে টিকিট কাটার জন্য যাত্রীদের আইআরসিটিসির ওয়েবসাইট www.irctc.co.in থেকে টিকিট কাটতে হবে।