পরীক্ষকদের কাছ থেকে নম্বর নেওয়া শুরু, লকডাউনের পরেই মাধ্যমিকের ফল প্রকাশ
লকডাউনের পরেই মাধ্যমিকের ফল প্রকাশের তোড়জোড় শুরু করে দিলো মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষকদের কাছ থেকে নম্বর সংগ্রহের কাজ শুরু করলো পর্ষদ। উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার এবং আলিপুরদুয়ারের পরীক্ষকদের কাছ থেকে নম্বর সংগ্রহের কাজ শুরু হয়েছে। অন্যান্য বছরও সাধারণত মে মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে মাধ্যমিকের ফল প্রকাশ হয়। এবারও সেই একই সময়েই হতে পারে ফল প্রকাশ। লকডাউনের ফলে দীর্ঘদিন কাজের ব্যাঘাত ঘটলেও এবার দ্রুততার সাথে কাজ করতে চাইছে পর্ষদ।
উত্তরবঙ্গে কাজ শুরু হলেও দক্ষিণবঙ্গে এখনো নম্বর সংগ্রহের কাজ শুরু হয়নি। জানা যাচ্ছে, আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা থেকে নম্বর সংগ্রহ করা হবে। গতকাল উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রায় ৬ লক্ষের বেশি নম্বর জমা পড়েছে। তবে এই মুহূর্তেই রেড জোন এবং কন্টেইনমেন্ট এলাকা গুলি থেকে নম্বর সংগ্রহ করা হবেনা। এই এলাকা গুলি থেকে শেষের দিকে নম্বর সংগ্রহ করা হতে পারে বলে জানা যাচ্ছে। রেড জোন এলাকা গুলিতে খাতা দেখা হয়ে গেলেও তা পর্ষদে পৌঁছাতে সমস্যা হচ্ছে। একবার সব জায়গা থেকে নম্বর সংগ্রহ করা হয়ে গেলে দ্রুতই ফল প্রকাশ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে পর্ষদের তরফে।
প্রতি বছর মাধ্যমিকের ফল প্রকাশের কয়েকদিনের মধ্যেই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ করা হয়। কিন্তু এবারে করোনা ভাইরাসের জন্য মাঝপথেই বন্ধ করে দিতে হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। তাই মাধ্যমিকের কয়েকদিন পর এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভব নয়। উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা গুলি জুন মাসে হতে পারে, তারপর যত দ্রুত সম্ভব তাদের ফল প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে শিক্ষা দপ্তরের তরফে।