Today Trending Newsদেশনিউজ

শুরু টিকিট বুকিং, ট্রেনে ওঠার আগে যাত্রীদের কি কি জিনিস আনতে হবে, জানাল রেল

Advertisement

আগামীকাল থেকে চালু হওয়া রাজধানী এক্সপ্রেসের সমতুল্য ১৫ টি বিশেষ ট্রেন নিয়ে নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্র। ট্রেনে সফরকারী যাত্রীদের নিজের প্রয়োজনীয় খাবার, কম্বল এবং বিছানা বাড়ি থেকে আনার জন্য নির্দেশ দেওয়া হল। আজ বিকাল ৪ টা থেকে আইআরসিটিসি ওয়েবসাইটে ওই ১৫ জোড়া ট্রেনের টিকিট পাওয়া যাবে।

আসল রাজধনী এক্সপ্রেসের মতো নয় এই ট্রেনগুলি। তবে ভাড়া, গতি ও রুটের দিক থেকে রাজধানীর সমতুল্য হবে এই বিশেষ ট্রেনগুলো। এখনও অবধি নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ট্রেনগুলি সম্পূর্ণ ক্ষমতা সহ যাত্রীবহন করবে। শ্রমিক স্পেশাল ট্রেনের কোচগুলির মতো সামাজিক দূরত্ব নিশ্চিত করতে দুই তৃতীয়াংশ আসন ফাঁকা রাখা হবে না। তবে শুধুমাত্র কনফার্ম টিকিটেই ট্রেনে চড়া যাবে।

লকডাউনের কারণে খাদ্যের সংস্থান ও কর্মীদের অভাবে এই ট্রেনগুলিতে খাবার সরবরাহ করা সম্ভব হবে না বলে জানিয়েছে রেল। এটি সংক্রমণের ঝুঁকি এড়াতেও কার্যকর হবে। ট্রেনটিতে ভ্রমণরত কিছু কর্মী দ্বারা টয়লেটগুলি পরিষ্কার করা হবে। কারণ কাজের জন্য চুক্তিবদ্ধ শ্রমিক অপর্যাপ্ত হওয়ায় দিল্লী থেকে শুরু হওয়া বেশিরভাগ ট্রেনগুলিতে অনবোর্ড হাউসকিপিং সার্ভিসগুলি উপলব্ধ থাকবে না।

রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) কর্তৃক স্টেশনগুলিতে কড়া স্ক্রিনিং করা হবে বলে জানিয়েছেন রেলের আধিকারিকরা। কেবলমাত্র নিশ্চিত টিকিট থাকলে তবেই স্টেশনগুলিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। নয়াদিল্লি রেলস্টেশন থেকে যাত্রা শুরু করা এই ট্রেনগুলির গন্তব্যের তালিকায় রয়েছে ডিব্রুগড়, আগরতলা, হাওড়া, পাটনা, বিলাসপুর, রাঁচি, ভুবনেশ্বর, সেকান্দারবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, তিরুবনন্তপুরম, মদগাঁও, মুম্বই মধ্য, আহমেদাবাদ এবং জম্মু তাবি।

Related Articles

Back to top button