আন্তর্জাতিকনিউজ

এ কি কান্ড! আমেরিকা থেকে করোনা রিসার্চের তথ্য চুরি করছে চীনা হ্যাকার

Advertisement

করোনার থাবা থেকে রেহাই নেই বিশ্বের কোনো দেশের। চীন থেকে প্রথম এই মারণ ভাইরাসের সংক্রমণের তথ্য সামনে এলেও এখন বিশ্বব্যাপী ছড়িয়েছে করোনা। এর প্রতিষেধক আবিষ্কারের জন্য হিমশিম খাচ্ছে বিশ্বের তাবড় গবেষকরা। আর এই করোনার গ্রাসে সবচেয়ে ত্রস্ত আমেরিকা। সেখানে মৃতের সংখ্যা ৮০ হাজারের কাছাকাছি। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের এই অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে করোনা কি বিশাল আকার নিয়েছে।

আর এই জন্যই চীনের উপর ক্ষুব্ধ আমেরিকা। মার্কিন প্রেস্টডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাকে চীনা ভাইরাস ও বলেছিলেন। কিন্তু এবার চীনের বিরুদ্ধে আরও অভিযোগ আনল মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদপত্রের খবরে প্রকাশিত হয়েছে চীনের হ্যাকররা মার্কিন গবেষণার তথ্য চুরি করছে। যদিও এই মন্তব্যকে পাত্তা দেননি চীনের বিদেশমন্ত্রক।

চীনের বিদেশমন্ত্রক জানিয়েছেন যে করোনা প্রতিষেধক তৈরির জন্য চীন ও অন্যদেশের মতো গবেষণা চালাচ্ছে। তাই আমেরিকার এই অভিযোগ ভিত্তিহীন এবং এই গুজবে কান দিতেও তিনি নিষেধ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু শুধু মুখে এমনি বলেনি, তাদের কাছে নাকি প্রমান রয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা ও সাইবার সেলের দ্বারা প্রমান পাওয়া গেছে যে চীনের হ্যাকররা আমেরিকার গবেষকদের তৈরী করোনা ভ্যাকসিনের রিসার্চের তথ্য চুরি করার চেষ্টা করছে।

Related Articles

Back to top button