আজ ফের রাত ৮ টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার দুপুর ১২ টা নাগাদ টুইটে একথা জানানো হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। লকডাউনের মেয়াদ বাড়ানো নিয়ে বক্তব্য রাখতে পারেন বলে মনে করা হচ্ছে। গতকাল সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠকের পর লকডাউন বাড়ানোর ইঙ্গিত মিলেছিল। তবে কি বাড়বে লকডাউন?
তৃতীয় দফার লকডাউন শেষ হতে আর মাত্র ৫ দিন বাকি।আর লকডাউনের মোট সময়সীমা মঙ্গলবারে ৪৯ দিনে পড়ল। কিন্তু টানা লকডাউনের মধ্যেও করোনার রাশ টানা যায়নি , বরং বেড়েই চলেছে। ৭০ হাজার ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। শুধু আক্রান্তের সংখ্যাই নয়, তার সাথে বাড়ছে মৃতের সংখ্যা ও। ২ হাজারের বেশি মানুষের করোনাতে মৃত্যু হয়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowলকডাউনের মেয়াদ বৃদ্ধির সাথে কেন্দ্রের দ্বিতীয় আর্থিক প্যাকেজ নিয়েও ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে। বেশ কয়েকদিন ধরেই সোনা যাচ্ছে যে আর্থিক প্যাকেজের ঘোষণা করা হবে। আজ সেই নিয়ে কিছু বলতে পারেন প্রধানমন্ত্রী এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।