লকডাউনের মাঝে রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থা সচল রাখার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যের রেড জোনগুলিকে তিনটি ভাগে ভাগ করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, A জোনে সম্পূর্ণ লকডাউন। আর B জোনে সোনার দোকান ও ইলেকট্রনিক্সের দোকান ছাড়া অন্যান্য দোকান খোলায় ছাড় দেবার পরিকল্পনা মুখ্যমন্ত্রীর। আর C জোনে বেশি মাত্রায় ছাড় দেবার কথা বলেছেন তিনি।
তবে তিনি বলেছেন যে কোন কোন ক্ষেত্রে কি ছাড় মিলবে সেটা ঠিক করার দায়িত্ব পুলিশের। এর পাশাপাশি সামাজিক দূরত্বতা মেনে টলিপাড়ায় কাজ শুরু করা যেতে পারে বলেন মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে শুটিং করতে তিনি বারণ করছেন, কিন্তু ডাবিং, এডিটিংয়ের কাজ চালু হতে পারে। এই বক্তব্যগুলির সাথে তিনি করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
করোনা সংক্রমণের সমস্যা আরও দীর্ঘস্থায়ী হবে। করোনা নিয়েই চলতে হবে। করোনা আছে, ছিল এবং আগামী দিনেও থাকবে। আগামী তিন মাসের জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। সমস্ত কাজ ধাপে ধাপে করতে বলেছেন তিনি। ধীরে ধীরে সব কিছুতে ছাড় দেবার পরামর্শ দিয়েছেন।
এর সাথে বাংলায় ২১ মে পর্যন্ত লকডাউন বজায় রাখতে চান তিনি। অর্থনীতিকে সচল করার পাশাপাশি ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকদের বাড়ি ফেরানোর জন্য বিশেষ ব্যবস্থা করছে রাজ্য। তিনি বৈঠকে বলেন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে ৯ টি ট্রেন এসেছে। আজ একটি এসেছে। আরো ১০০ টি ট্রেন চালানোর পরিকল্পনা রাজ্যের রয়েছে। সেকথাও বৈঠকে তিনি বলেছেন।
9 trains are coming to West Bengal, one is coming today. We are considering the movement of 100 more trains, we are planning: West Bengal Chief Minister Mamata Banerjee pic.twitter.com/qoc3KsQaWJ
— ANI (@ANI) May 12, 2020