Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

“এই কঠিন পরিস্থিতিতে দাঙ্গা ছড়াবেন না”, নাম না করেই বিজেপিকে হুঁশিয়ারি মমতার

এবার করোনা নিয়ে বিজেপিকে দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সাংবাদিক বৈঠকে নাম না করে বিজেপির উদ্দেশ্য তিনি বলেন, "কেবল বদনামের রাজনীতি করে চলেছে কিছু দল। অন্যান্য রাজ্যগুলি অর্থাৎ মহারাষ্ট্র, গুজরাটেও…

Avatar

এবার করোনা নিয়ে বিজেপিকে দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সাংবাদিক বৈঠকে নাম না করে বিজেপির উদ্দেশ্য তিনি বলেন, “কেবল বদনামের রাজনীতি করে চলেছে কিছু দল। অন্যান্য রাজ্যগুলি অর্থাৎ মহারাষ্ট্র, গুজরাটেও করোনা আক্রান্তের সংখ্যা মাত্রাতিরিক্ত। তাঁরা এই কঠিন সময়ে ভেদাভেদের রাজনীতি করছে না। তাঁদের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে। এই দুঃসময়ে ভেদাভেদ না করে মানুষের পাশে থাকুন।”

তিনি আরও বলেন, “আগামী বছরের মে মাসে ভোট প্রক্রিয়া শুরু হবে। তাই এই কঠিন পরিস্থিতিতে দাঙ্গা ছড়াবেন না। যাঁরা বাংলাকে অপমান করে তাঁরা বাংলার মানুষ নন। এই কঠিন সময়ে মানুষের পাশে থাকুন। প্ররোচনা দিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করবেন না। রাজ্যের নামে কুৎসা রটাবেন না। এতে আপনাদেরই বদনাম হবে।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “কোনো অভিযোগ থাকলে গনতন্ত্রে জানান, হিংসা বিভেদ দেখলে পুলিশ ব্যবস্থা নিতে বলুন ৷ গত ১০ বছরে বাংলায় স্বাস্থ্য ক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে, বড় রাজ্যগুলির করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে ১০ নম্বরে রয়েছি।” তিনি তথ্যের মাধ্যমে আরও জানান, “দেশের কোথাও বাংলার মতো স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি দেখা যায়নি। তবুও কিছু দল এই কঠিন সময় দাঙ্গা, কুৎসা, বিভেদ সৃষ্টি করে যাচ্ছে। লজ্জা করে না?”

ধর্মীয় রাজনীতিতে বিজেপিকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, “দাঙ্গা যে ধর্মের মানুষ করবে তাকেই গ্রেফতার করা হবে। কোনো সাম্প্রদায়িক বিভেদের কথা বললে কাউকে ছাড়া হবে না, এমনকি আমি বললে আমাকেও নয়। অন্যান্য রাজ্যগুলিতে আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে তাঁরা একসাথে লড়াই করছে। কিন্তু বাংলায় রাজনীতি আর বদনাম।”

About Author