নিউজরাজ্য

শক্তি ফিরিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আমফান’, সতর্কতা জারি মৌসুম ভবনের

Advertisement

ক্রমশ ঢিমে তালে স্থলভাগের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় আমফান। বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব দিকে এই ঘূর্ণিঝড় ঘনাচ্ছে আজ দিন দশেক ধরেই। দিল্লির মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই ঝড় এতই ধীর গতিতে এগোচ্ছে যে তা স্থলভাগের কোথায় আছড়ে পড়বে বা কোন রাজ্যে এর প্রভাব বেশি পড়বে সে সম্বন্ধে নিশ্চিত ভাবে কিছুই বলা যাচ্ছে না।

জানা গিয়েছিল, ১৩ই মে এই ঝড় কোনো একটি উপকূলে আছড়ে পড়তে পারে। তবে তা শেষ পর্যন্ত কোথাও আঘাত করবে কিনা বা তার গতিপথ কোনদিকে হবে সে বিষয়ে কিছুই স্পষ্ট করেনি মৌসম ভবন। জানা গিয়েছিল, পশ্চিমবঙ্গে এই ঝড়ের প্রভাব পড়বে না সেভাবে। কিন্তু মডেল অন্য ছবি দেখাচ্ছে। আর এরফলেই পশ্চিমবঙ্গে এই ঝড়ের প্রভাব বৃদ্ধি পেতে পারে বলে অনুমান করা হচ্ছে।

আবহাওয়া দফতরের একটি পূর্বাভাস জানাচ্ছে, পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চল থেকে এই ঝড়ের প্রভাব পড়তে পারে বাংলাদেশে। পশ্চিমবঙ্গের দক্ষিণের যে জেলারগুলিতে এই ঘূর্ণিঝড় আগামী মঙ্গলবার প্রভাব ফেলতে পারে তার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা, হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগণা। সবথেকে বেশি প্রভাব পড়তে পারে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণা এই দুই জেলায়।

আগামী ২০শে মে বুধবার পশ্চিমবঙ্গের ব্যাপক প্রভাব ফেলতে পারে ঘূর্ণিঝড় আমফান। তবে আরও একটি পূর্বাভাস বলছে, এই ঘূর্ণিঝড় বাংলাদেশের কক্সবাজার থেকে মায়ানমারের কোনো একটি প্রদেশে প্রভাব ফেলতে পারে। তবে সেক্ষেত্রে তেমনটা হলে পশ্চিমবঙ্গে আমফানের তান্ডব কম চলতে পারে বলে মনে করা হচ্ছে।

Related Articles

Back to top button