করোনার জন্য দীর্ঘদিন বন্ধ পরিবহন ব্যবস্থা। রাজ্যের গ্রিন জোনে বাস চলার অনুমতি রাজ্যের পক্ষ থেকে মিললেও বাসের ভাড়া বাড়াতে চায় বাসের মালিক সংগঠন। আর গতকাল নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর বক্তব্যেও বাস ভাড়া বৃদ্ধির ইঙ্গিত মিলেছে।
তিনি এদিন গ্রিন ও অরেঞ্জ জোনের পাশাপাশি রেড জোনেও বাস, ট্যাক্সি চালুর পরামর্শ দেন। তিনি বলেন যে রেড জোনে বাস, ট্যাক্সি চললেও তা নির্দিষ্ট জেলার মধ্যেই থাকবে। আর ২০ জনের বেশি যাত্রী নেওয়া যাবে না। বেসরকারি বাসের ক্ষেত্রে ভাড়া গাড়ি মালিকেরা নিজেরা ঠিক করে নেবেন বলে তিনি জানিয়েছেন। এই বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে বাস মালিক সংগঠনগুলির বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।
বেশ কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী গ্রিন ও অরেঞ্জ জোনে বাস চালানোর অনুমতি দিয়েছিলেন। কিন্তু বাস মালিক সংগঠনের পক্ষ থেকে ভাড়া বৃদ্ধির দাবিতে তারা বাস চালায়নি। মুখ্যসচিব বলার পরেও তারা ভাড়া বৃদ্ধিতে অনড় ছিল। ফলে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও গ্রিন ও অরেঞ্জ জোনের জেলাগুলিতে বাস চলতে দেখা যায়নি। তবে এই গ্রিন ও অরেঞ্জ জোনের ক্ষেত্রেও ২০ জন যাত্রী নিয়ে যাবার কথা বলা হয়েছে।