Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কলকাতায় চলবে বেসরকারি বাস, ভাড়া বাড়বে একলাফে দ্বিগুণ থেকে তিনগুন

আগামী সোমবার থেকে বাস চলাচলের কথা ঘোষণা করল রাজ্য। সারা রাজ্যেই বাস চলবে সেদিন থেকে। তবে কন্টেনমেন্ট এলাকা গুলোকে এর বাইরে রাখা হচ্ছে। করোনা পরিস্থিতি কাটিয়ে উঠে স্বাভাবিক অবস্থায় ফিরতে…

Avatar

আগামী সোমবার থেকে বাস চলাচলের কথা ঘোষণা করল রাজ্য। সারা রাজ্যেই বাস চলবে সেদিন থেকে। তবে কন্টেনমেন্ট এলাকা গুলোকে এর বাইরে রাখা হচ্ছে। করোনা পরিস্থিতি কাটিয়ে উঠে স্বাভাবিক অবস্থায় ফিরতে চাইছে কেন্দ্র। সোমবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে চতুর্থ দফায় লকডাউন বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তবে সেক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনা হতে পারে লকডাউনের নিয়মে। ছাড় দেওয়া হতে পারে গুরুত্বপূর্ণ কিছু ক্ষেত্রকে।

রাজ্যের গ্রিন জোন গুলোতে বাস চালানোর অনুমতি দেওয়া হয়েছিল অনেক আগেই। তবে লোকসানের আশঙ্কায় রাস্তায় বাস নামায়নি বাস মালিকরা। এর ফলে, ৪ মে থেকে গ্রিন জোনে বাস চলাচলের যে ঘোষণা রাজ্য সরকার করেছিল তা বাস্তবায়িত হয়নি। জেলা পরিবহন দপ্তর ও বেসরকারি বাস মালিক সংগঠনের বৈঠকে ভাড়া বাড়িয়ে বাস চালানোর সিদ্ধান্ত হলেও, ফলপ্রসূ হয়নি তা। তাই সমস্যা কাটাতে মাঠে নামতে হয় পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বুধবার পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসেন বেসরকারি বাস মালিক সংগঠন গুলো। সেখানেই সিদ্ধান্ত হয় যে আগামী সোমবার থেকে রাজ্যে চলবে বাস ও মিনিবাস। লোকসান আটকাতে সর্বনিম্ন ভাড়া ২৫ টাকা করার অনুরোধ জানায় বাস সংগঠন গুলো। তবে সে বিষয়ে বৈঠকে কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

About Author