লকডাউন ঘোষণা হওয়ার পর দীর্ঘদিন বন্ধ রয়েছে বিমান পরিষেবা। বন্ধ ছিল রেল পরিষেবাও। তবে গত ১২ মে মঙ্গলবার থেকে ৫২ দিন পেরিয়ে দেশের ১৫ টি রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে৷ এবার ১৯ মে থেকে ঘরোয়া বিমান চলাচল শুরু করতে চলেছে কেন্দ্র৷ বিমান পরিবহন মন্ত্রকের চুড়ান্ত অনুমতি পেলেই আকাশে উড়বে এয়ার ইন্ডিয়ার উড়ান৷
আগামী ১৯ মে থেকে ঘরোয়া বিমান চালাবে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া৷ লকডাউনের কারণে দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া মানুষদের ঘরে ফেরাতেই এয়ার ইন্ডিয়ার এই উদ্যোগ বলে জানা গেছে। তবে সরকার আটকে পড়া মানুষদের ঘরে ফেরানোর উদ্যোগ নিলেও, যাত্রীদের সফরের খরচ তাদের নিজেদেরই বহন করতে হবে বলে এয়ার ইন্ডিয়া সূত্রে জানা গেছে৷ ১৯ তারিখ থেকে বিমান চালানোর কথা হলেও টিকিট বুকিং ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানায়নি বিমান কর্তৃপক্ষ।
১৯ মে থেকে এই বিশেষ বিমান পরিষেবা যে শহরগুলোতে পাওয়া যাবে সেগুলি হল – দিল্লি, মুম্বই, হায়দ্রাবাদ, জয়পুর, বেঙ্গালুরু, অমৃতসর, কোচি, আমেদাবাদ, গয়া, লক্ষ্মৌ সহ বেশ কয়েকটি শহর। তবে বেশিরভাগ বিমানই দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু ও হায়দরাবাদ থেকে ছাড়বে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ৷