Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

করোনার মাঝে পাকিস্তান থেকে ভারত সীমান্তে হানা দিচ্ছে ঝাঁক ঝাঁক পঙ্গপাল

করোনা ভাইরাসের ফলে এমন সংকটজনক পরিস্থিতির মাঝে এবার পাকিস্তান থেকে ঝাঁকে ঝাঁকে পঙ্গপালের দল ঢুকছে রাজস্থানের আজমেরে। গত জানুয়ারি মাস নাগাদ পাকিস্তান থেকে একটি পঙ্গপালের ছোট দল রাজস্থানে প্রবেশ করে…

Avatar

করোনা ভাইরাসের ফলে এমন সংকটজনক পরিস্থিতির মাঝে এবার পাকিস্তান থেকে ঝাঁকে ঝাঁকে পঙ্গপালের দল ঢুকছে রাজস্থানের আজমেরে। গত জানুয়ারি মাস নাগাদ পাকিস্তান থেকে একটি পঙ্গপালের ছোট দল রাজস্থানে প্রবেশ করে এবং জমির ফসল নষ্ট করে দেয় বলে জানা গিয়েছে। প্রায় ৩ লাখ হেক্টর জমির ফসল নষ্ট করে দেয় পাকিস্তান থেকে আসা ওই ছোট পঙ্গপালের দল। জানা গিয়েছে, ভারতে যে ঝাঁক ঝাঁক পঙ্গপালের দল প্রবেশ করছে তা মূলত পাকিস্তানের বালুচিস্তানের কোনো একটি এলাকার।

রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে, এখনই কোনো ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। জানা গিয়েছিল, মে-জুন মাসের দিকে পাকিস্তান থেকে আরও পঙ্গপাল ভারত সহ আরও বিভিন্ন দেশে প্রবেশ করতে পারে। যার ফলে আরও বেশি পরিমাণে নষ্ট হতে পারে জমির ফসল। এখনই এই পঙ্গপালের প্রবেশ না রুখলে জুন মাস নাগাদ প্রায় ৪০০ গুন বিস্তার করবে এই পঙ্গপালের দল। ২২শে জুন নাগাদ একটি পঙ্গপালের দল প্রবেশ করতে পারে ভারত সীমান্তে, এমনটাই জানিয়েছে এফএও।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে ভারতের পঙ্গপাল সতর্ককারী সংস্থার (এলডব্লিউও) তরফে জানান হয়েছে, এই মূহুর্তে পঙ্গপাল নিয়ে ভয় পাওয়ার কেনো কারন নেই। পঙ্গপালের দল যাতে ভারতে প্রবেশ করে কৃষি জমির ফসল নষ্ট না করে সেই বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতের পঙ্গপাল সতর্ককারী সংস্থার উপপরিচালক কেএল গুরজার জানিয়েছেন, রাজস্থানের আজমেরের বেওয়ার শহরে পঙ্গপালের একটি দলকে লক্ষ করা গিয়েছে। কৃষি জমির ফসল যাতে নষ্ট না করে তার উপর তার উপর নজর রাখা হচ্ছে।

About Author