Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জিৎ স্বস্তিকার প্রেমের সম্পর্কে বাঁধা হয়ে দাঁড়িয়েছিলেন কোয়েল মল্লিক, কেন জানেন?

কৌশিক পোল্ল্যে: একে অপরকে একদম সহ্য করতে পারেন না এই দুই অভিনেত্রী। টলিপাড়ার অন্দরে কান পাতলে একথা শোনা যায়। অভিনেত্রীদের মধ্যে ক্যাটফাইট বা বাংলায় বলতে গেলে চুলোচুলি কোনো নতুন বিষয়…

Avatar

কৌশিক পোল্ল্যে: একে অপরকে একদম সহ্য করতে পারেন না এই দুই অভিনেত্রী। টলিপাড়ার অন্দরে কান পাতলে একথা শোনা যায়। অভিনেত্রীদের মধ্যে ক্যাটফাইট বা বাংলায় বলতে গেলে চুলোচুলি কোনো নতুন বিষয় নয়। বলিউডে এই গল্প আখছাড় শুনতে পাওয়া গেলেও বাংলা টলিউড ইন্ডাস্ট্রিতে এরকম ঘটনার সংখ্যা নেহাত কম নয়। কথা হচ্ছে বাংলা সিনেমার প্রথম সারির দুই অভিনেত্রী কোয়েল মল্লিক ও স্বস্তিকা মুখার্জীর ঠান্ডা লড়াই নিয়ে। একসময় এই মনমালিন্যের জল বহুদুর এগিয়েছিল।

দুই অভিনেত্রীর মধ্যে সম্পর্কের অবনতি ঘটে অভিনেতা জিৎ কে কেন্দ্র করে। তৎকালীন সময়ে জিৎ ও কোয়েলের সুপারহিট জুটি রাজ করছে টলিপাড়ায়। দুজনের ছবি সিনেমাহলে আসা মানেই বক্সঅফিসে বড়সড় অঙ্কের কালেকশন। একের পর এক হিট ছবি উপহার দিয়ে এই জুটি হয়ে উঠেছিল পরিচালক ও প্রযোজকদের প্রথম পছন্দ। দুজনের বড়পর্দার রসায়ন মুগ্ধ করেছিল বাঙালি দর্শকদের।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

জিৎ এর কেরিয়ারের মাঝগগনে তার জীবনে প্রবেশ করেন ইন্ডাস্ট্রির আর এক নবাগতা স্বস্তিকা মুখার্জী। ধীরে ধীরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। উভয়ের অফস্ক্রিন কেমিস্ট্রি শক্তিশালী হওয়ায় পরিচালকরা এই জুটিকে পরীক্ষামূলকভাবে বেশ কিছু ছবিতে কাস্ট করেন, যদিও একটি সিনেমা বাদ দিলে জিৎ-স্বস্তিকা জুটির প্রায় সবকটি সিনেমাই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ে। এর ফলে স্বস্তিকা মানসিকভাবে ভেঙে পড়েন, জিৎ এর কেরিয়ারও খানিকটা পড়তে শুরু করে পরপর হিট ছবি করার পর এই অধঃপতনে।

অন্যদিকে জিৎ এর বিপরীতে সকলেই কোয়েলকে দেখতে চাইছেন ফলে আবারো একসঙ্গে কাজ করতে শুরু করে এই জুটি। কিন্তু জিৎ ও কোয়েলের ঘনিষ্ঠতা কিছুতেই মেনে নিতে পারেননি স্বস্তিকা, যদিও জিৎ বরাবরই জানিয়ে এসেছেন কোয়েল শুধুমাত্র তার ভালো বন্ধু, এছাড়া উভয়ের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। কোয়েলের সঙ্গে আবারো জিৎ এর সিনেমা বক্সঅফিসে সুপারহিট ভার্ডিক্ট পেতে থাকে, এর ফলে স্বস্তিকা হীনমন্যতায় ভুগতে শুরু করেন।

জিৎ ও স্বস্তিকার মধ্যে ক্রমাগত সংঘাতের ফলে উভয়েই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। এ সবকিছুর জন্য স্বস্তিকা কোয়েলকেই দায়ী করেন এবং এক সাক্ষাৎকারে কোয়েলের সম্পর্কে নানান কুরুচিকর মন্তব্য করেন যদিও প্রতিক্রিয়া হিসেবে কোয়েল সেরকম কিছুই বলেননি। দুই অভিনেত্রীর মধ্যে জিৎ কে নিয়ে টানাপোড়েন চললেও পরবর্তীকালে এই অভিনেতাকে দুজনের কেউই বিয়ে করেননি। আজ জিৎ একজন সুপারস্টার এবং সেই সঙ্গে হয়ে উঠছেন সিনেমার প্রযোজক, কোয়েলও অভিনয়ের পাশাপাশি ঘরোয়া প্রযোজনায় ব্যস্ত এবং স্বস্তিকা অন্যধারার ছবিতে অভিনয় করে ইন্ডাস্ট্রিতে অভিনেত্রী হিসেবে বেশ সাফল্য অর্জন করেছেন।

About Author