লোকসভা নির্বাচনের পর গোটা বাংলায় যে গেরুয়া ঝড় উঠেছিল তাতে খুব বড়োসড়ো অসুবিধায় পড়ে ছিল কংগ্রেস তৃণমূল। লোকসভা ভোটের পর বহু পঞ্চায়েত পৌরসভা হাতছাড়া হয় তৃণমূলের। কিন্তু বিজেপি হাত থেকে আবার ছিনিয়ে নিচ্ছে পঞ্চায়েত, পৌরসভা। তৃণমূল এটিকে একটি বড় ধাক্কা বলে মনে করছেন বিজেপির তৃণমূল কংগ্রেসরা। ইতিমধ্যে বিজেপি হাত থেকে ছিনিয়ে নিয়েছে বহু পুরসভা ও পঞ্চায়েত । সময় এর খেলায় উলট পুরাণ করছে তৃণমূল।
কোচবিহার দক্ষিণ বিধানসভা তৃণমূল বিধায়ক মিহির গোস্বামীর দ্বারা গ্রামের প্রধান সহ 11 জন সদস্য যোগ দিলো তৃণমূলে। তৃণমূল থেকে জয়ী হয়ে দল বদল করে তারা বিজেপি তে গিয়েছিল। কিন্তু তারা তৃণমূলে ফেরায় তৃণমূল তাদের বড়সর বিজয় হিসেবে দেখছেন।
যদিও তা মানতে নারাজ বিজেপি, তাদের মত মানুষ প্রধানমন্ত্রী কে সাপোর্ট করে তার উন্নয়নের যোগ দিতে দলবদল করেছিলেন এ দেশ নেতা সদস্যরা। কিন্তু তৃণমূল প্রশাসন কে কাজে লাগিয়ে চাপ সৃষ্টি করায় তারা বাধ্য হচ্ছে তৃণমূলে যেতে।