Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

করোনা মোকাবিলায় শক্তিশালী ওষুধ তৈরি ভারতে, মিলল ট্রায়ালের অনুমতি

করোনা মোকাবিলায় কার্যকরী ওষুধ হিসেবে এতদিন সারা বিশ্বে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে রেমডেসিভির ও হাইড্রক্সিক্লোরোকুইন। এবার এই দুই ওষুধকে পেছনে ফেলে উঠে এল করোনা মোকাবিলায় সবচেয়ে শক্তিশালী ও কার্যকর ওষুধের…

Avatar

করোনা মোকাবিলায় কার্যকরী ওষুধ হিসেবে এতদিন সারা বিশ্বে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে রেমডেসিভির ও হাইড্রক্সিক্লোরোকুইন। এবার এই দুই ওষুধকে পেছনে ফেলে উঠে এল করোনা মোকাবিলায় সবচেয়ে শক্তিশালী ও কার্যকর ওষুধের নাম। নোভালিড ফার্মা নামে এক ভারতীয় সংস্থার তৈরি সেই ওষুধ ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতিও পেয়েছে ইতিমধ্যে। ভারতে ড্রাগ নিয়ন্ত্রণকারী সংস্থা ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার থেকে প্রয়োজনীয় অনুমতি দেওয়া হয়েছে এই সংস্থাকে।

বেশ কিছু দিন ধরেই চিকিৎসকরা এই ওষুধ ব্যবহার করে আসছেন। এর সাংকেতিক নাম- এনএলপি২১। এই ওষুধের কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে এখনও পর্যন্ত এ সম্পর্কে প্রকাশ্যে কিছু জানায়নি ওষুধ প্রস্তুতকারী সংস্থা। কারণ, এখনই এই সম্পর্কিত খবর প্রকাশ্যে এলে বাজার থেকে উধাও হয়ে যেতে পারে এই ওষুধ। মানুষ আবেগের বশে ওষুধ সংগ্রহ করে বাড়িতে জমা করলে তা হিতে বিপরীত হতে পারে। তাই প্রয়োজনীয় ক্লিনিক্যাল ট্রায়ালে সফল হলে তবেই এই নিয়ে প্রকাশ্যে জানাবে প্রস্তুতকারী সংস্থা। সংস্থার তরফ থেকে এমনটাই জানা গেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ওষুধ প্রস্তুতকারী সংস্থার দাবি, ইতিমধ্যে দক্ষিণ কোরিয়া ও আমেরিকার বিভিন্ন অংশে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে দেখা গেছে রেমডেসিভির ও হাইড্রক্সিক্লোরোকুইন থেকে অনেক বেশি কার্যকর এই ওষুধ। এনএলপি২১ মানুষের শরীরে প্রয়োগ করলে করলে দেহের ভাইরাসের সঙ্গে একটি বন্ডিং তৈরি করে, যা করোনা ভাইরাসের মোকাবিলায় সাহায্য করবে। ক্লিনিক্যাল ট্রায়ালে ১০০ থেকে ১৫০ জনের মধ্যে এই ওষুধ প্রয়োগ করা হবে বলে জানা গেছে।

About Author