প্রধানমন্ত্রী গতবারের বৈঠকে বলেছিলেন যে লকডাউন ৪-এ কোন কোন ক্ষেত্রে শিথিলতা আনা যেতে পারে, এবং কি করা উচিত সেই নিয়ে বিস্তারিত বর্ণনা রাজ্য সরকারগুলি কেন্দ্রকে জানাবে। সেই মতো দিল্লির কেজরিওয়াল সরকার কেন্দ্রের কাছে একটা প্রস্তাব পাঠিয়েছে। সেখানে বলা হয়েছে যে কঠোর ভাবে সব নিয়ম কানুন মেনে শর্ত সাপেক্ষে মার্কেট, শপিং মল, বাস বা মেট্রো পরিষেবা চালু করা যেতে পারে।
সূত্রের খবর অনুযায়ী দিল্লিতে শপিং মল খোলা হলেও সেখানে অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া অন্য দোকান খোলার ক্ষেত্রে মানা হতে পারে অড-ইভেন প্রক্রিয়া। এছাড়া অল্প সংখ্যক কর্মী নিয়ে নির্মাণ কাজ ও শুরু করা যেতে পারে। এর পাশাপাশি ২ জন যাত্রী নিয়ে ট্যাক্সি ও ২০ জন যাত্রী নিয়ে বাস চালানো যেতে পারে বলেও দিল্লি সরকার উল্লেখ করেছে।
দিল্লিতে বর্তমানে কি করা উচিত, তা জানতে দিল্লি সরকার রাজ্যবাসীর কাছে মতামত চেয়েছিলেন। সেই জন্য দিল্লি জনতা এই মুহূর্তে স্কুল, কলেজ , সেলুন, স্পা, সুইমিং পুল এগুলি চালু করতে নিষেধ করেছেন। কেউ বার হোটেল বন্ধ রাখতে বলছেন, তবে রেস্তোরাঁ খোলার পরামর্শ অনেকে দিয়েছেন। সেক্ষেত্রে রেস্তোরাঁতে বসে খাবার খাওয়ার নিয়ম চালু না করে খবর নিয়ে যাবার ব্যবস্থা করা যেতে পারে বলে অনেকে জানিয়েছেন। মাস্ক পড়া ও সামাজিক দূরত্বতা বজায় রাখতে বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে। তবে দিল্লি সরকার কেন্দ্রের কাছে প্রস্তাব দিলেও কেন্দ্রের সিদ্ধান্তের উপর সবটাই নির্ভর করছে।