Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

স্টার জলসার হাত ধরে ফিরে আসছে সুপারহিট সিরিয়াল শ্রীচৈতন্য ‘মহাপ্রভু’

কৌশিক পোল্ল্যে: আরো একবার ছোটপর্দায় ফিরে আসছে কালজয়ী ধারাবাহিক ‘মহাপ্রভু’। ১৯৯৮ সালে প্রথমবার দূরদর্শনের পর্দায় সম্প্রচারিত হওয়া এই ধারাবাহিক তৎকালীন সময়ে বাংলা ধারাবাহিকে বিপ্লবের সূচনা করেছিল বলা চলে। ৯০ এর…

Avatar

কৌশিক পোল্ল্যে: আরো একবার ছোটপর্দায় ফিরে আসছে কালজয়ী ধারাবাহিক ‘মহাপ্রভু’। ১৯৯৮ সালে প্রথমবার দূরদর্শনের পর্দায় সম্প্রচারিত হওয়া এই ধারাবাহিক তৎকালীন সময়ে বাংলা ধারাবাহিকে বিপ্লবের সূচনা করেছিল বলা চলে। ৯০ এর দশকে যখন হিন্দি সিরিয়ালের রমরমা বাজার ঠিক তখনই বাঙালিদের মনে জায়গা করে নিয়ে সফল হয়েছিল এই ধারাবাহিকটি। আট থেকে আশি সকলেই ‘মহাপ্রভু’ দেখার জন্য অধীর আগ্রহে থাকতেন।

সবচেয়ে মজার বিষয়, এই ধারাবাহিক দিয়েই বাংলা সিনেমা উপহার পায় বর্তমানের একজন সেরা অভিনেতাকে, তিনি যিশু সেনগুপ্ত। ‘মহাপ্রভু’ ধারাবাহিকে শ্রীচৈতন্যের ভূমিকায় মাত্র ১৯ বছর বয়সে অভিনয় জগতে পা রাখেন যিশু, এর পরের ঘটনা তো আমাদের সকলেরই জানা, কালজয়ী ইতিহাস তৈরি করেছিল এই ধারাবাহিকটি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মহাপুরুষ ও যুগবতার শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনীর উপর ভিত্তি করে তার সাধারন মানুষ থেকে যোগপুরুষ হয়ে ওঠার যাত্রাপথের কাহিনী এই ধারাবাহিকে খুব সুন্দরভাবে বর্নিত রয়েছে। বিশেষত এর চিত্রনাট্য, আবহ, ডায়লগ ও চরিত্রায়ন সবটাই মন কেড়েছিল দর্শকদের।

পুরোনো দিনের জনপ্রিয়তার কথা মাথায় রেখেই এই লকডাউনে ধারাবাহিকটি পুনঃসম্প্রচারিত করার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রিয় বাংলা চ্যানেল স্টার জলসা কর্তৃপক্ষ। ডি ডি বাংলায় সম্প্রচারিত হওয়া কপিরাইটটি হস্তগত করে জলসা এই অনুষ্ঠান পুনঃপ্রচারের ব্যবস্থা করেছে সাধারন দর্শকদের কথা মাথায় রেখেই।

লকডাউনের হাত ধরে ইতিমধ্যেই বহু জনপ্রিয় বাংলা ধারাবাহিক পুনঃসম্প্রচারিত হচ্ছে, যেমন ‘ওগো বধূ সুন্দরী’, ‘সুবর্ণলতা’, ‘গানের ওপারে’, ‘বোঝেনা সে বোঝেনা’, ‘ভুতু’ ইত্যাদি। পুরোনো ধারাবাহিকগুলি দেখতে পেয়ে দর্শকরাও পুরোনো দিনের ফেলে আসা স্মৃতি আরও একবার ঝালিয়ে নিচ্ছেন। বাঙালির আবেগের ‘মহাপ্রভু’ আরও একবার দর্শকদের মনে জায়গা করে নিতে পারে কিনা সেটাই এখন দেখার অপেক্ষা। ধারাবাহিকটি শুরু হচ্ছে ১৮ই মে সোমবার রাত ন’টায় এবং পর্বের পুনঃসম্প্রচার হবে পরদিন সকাল ন’টায়। ‘মহাপ্রভু’ ধারাবাহিকের প্রোমোটি একঝলক দেখে নিন নীচের পোস্টটি লক্ষ্য করে।

About Author