শনিবারে করুনাময়ী মা তারার পুজো করুন, ভালো ফল পাবে

শ্রেয়া চ্যাটার্জি - 'তারা' হিন্দু দেবী কালীর একটি বিশিষ্ট রূপ। ইনি দশমহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা। কালীর মতোই তারা ভীষণা দেবী। তারার বিভিন্ন রূপ আছে। উগ্র তারা, নীল সরস্বতী অথবা একজটা তারা,…

Avatar

শ্রেয়া চ্যাটার্জি – ‘তারা’ হিন্দু দেবী কালীর একটি বিশিষ্ট রূপ। ইনি দশমহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা। কালীর মতোই তারা ভীষণা দেবী। তারার বিভিন্ন রূপ আছে। উগ্র তারা, নীল সরস্বতী অথবা একজটা তারা, কুরুকুল্লা তারা, ষড়ভূজ সীতা তারা, মহামায়া। বৌদ্ধ ধর্মীয় তারা দেবীর পূজার প্রচলন আছে তারার মূর্তি কল্পনা কালী অপেক্ষাও প্রাচীনতম। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে অবস্থিত দেবী তারার মন্দির বিখ্যাত।

করুণাময়ী মা তার সন্তানকে সর্বদা আগলে রাখেন। তার কৃপায় তার এই সন্তান সম প্রাণী জগতের জীবন হয়ে ওঠে অত্যন্ত সুন্দর এবং কখনোই সে জীবনে কোন ক্ষতি আসে না। যে তারা মায়ের পুজো প্রতিদিন শুদ্ধাচারে নিয়ম মেনে পালন করেন, দুর্বলতা তার জীবনে কখনোই কাছে আসে না।

জ্যোতিষ শাস্ত্রমতে আর্থিক সমৃদ্ধি আসে দেবীর পূজায়। তারা মায়ের পুজো করলে শনিদেবের মহা দশা কেটে যায়। আপনি যেখানেই থাকবেন মায়ের নাম মনে মনে স্মরণ করলে, মা আপনাকে সদা রক্ষা করবেন। উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত দুর্বল থেকে সবল সকলেই মায়ের সন্তান।