কৌশিক পোল্ল্যে: করোনা মহামারীর দাপটে মানুষ আজ গৃহবন্দি। ব্যস্ত মহানগরগুলি আজ পুরোপুরি নিস্তব্ধ। একদিকে রাশিয়া, ভারতের মতো দেশে ভাইরাসের প্রকোপ বাড়ছে, অন্যদিকে ধীরে ধীরে ছন্দে ফিরছে চীন, ইতালি, ফ্রান্সের মতো রাষ্ট্র। পরিস্থিতি যদিও আয়ত্তের মধ্যে আসেনি। এদেশে লকডাউন বাড়ার সম্ভাবনাই প্রবল যদিও দেশের আর্থিক স্থিতি ক্রমশই অবনতির দিকে ধেয়ে যাচ্ছে ও খাদ্যসংকটের পরিস্থিতি তৈরি হচ্ছে। সমগ্র মানবজাতি আজ চরম সংকটে এক মারন ভাইরাসের কারনে। সামাজিক দূরত্ব বজায় রাখতেই গৃহবন্দি হয়ে থাকার পরামর্শই সবচেয়ে বেশি কার্যকর।
যদিও পরিবেশের দিকে একঝলক দৃষ্টিপাত করলেই ভেসে উঠছে অন্য দৃশ্য। প্রকৃতির মনোরম রূপ ফুটে উঠেছে চারিপাশে। বায়ুদূষনের হার কমেছে প্রায় ৭০ শতাংশ। হরিদ্বারে গঙ্গার জল পানযোগ্য হয়ে উঠছে। অ্যাসিড বৃষ্টির সম্ভাবনাও কমে গিয়েছে একেবারে। পৃথিবী যেন সকলকে থামিয়ে দিয়ে নিজে খানিকটা বিশ্রাম নিয়ে নিল এই অবসরে।
এরই মাঝে সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রকাশ্যে এল একটি অসাধারন ভিডিও। এক সুদর্শন ময়ূর ফাঁকা চত্ত্বরে এক বাড়ির জানলার পাশে এসে বসেছে। তার ঠোঁট দিয়ে যে জানলায় টোকা দিচ্ছে। হয়তো মানুষের কাছে জানতে চাইছে সে, এমন ব্যস্ত পৃথিবীর হঠাৎ করে কোন অসুখ হল? কিংবা করোনার প্রকোপে বাড়ির সদস্যদের হাল হাকিকত হয়তো জানতে এসেছে। টোকা দেওয়ার পরেও সাড়া না মেলায় সে কেকাস্বরে ডেকে উঠল কয়েকবার।
এই পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন ওই আবাসনেরই এক বাসিন্দা। ভিডিও সোশ্যাল মাধ্যমে আসতেই নেটিজেনদের মন কেড়ে নেয় ময়ূরের কীর্তিকলাপ। ক্রমাগত বাড়তে থাকা শেয়ারে ভিডিও হয়ে যায় ভাইরাল। এর আগেও শান্ত পরিবেশ দেখে শহরের রাস্তায় নেমে এসেছে হরিন কিংবা বন্যহাঁসের দল। সত্যিই মনমুগ্ধকর দৃশ্য দেখে বলতেই হয়, প্রকৃতির কি অপূর্ব পরিহাস।অসাধারন সেই ভিডিও দেখে নিতে নীচের পোস্টে অবশ্যই ক্লিক করুন।