দেশনিউজ

চতুর্থ দফার লকডাউনে কোন কোন পরিষেবায় ছাড় দিল কেন্দ্র, দেখে নিন

Advertisement

ফের বাড়ল লক ডাউনের মেয়াদ। ১৮ই মে থেকে আগামী ৩১শে মে পর্যন্ত দুই সপ্তাহ বাড়ল লক ডাউনের মেয়াদ। তবে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নন, লক ডাউন বাড়ানো হল কেন্দ্র সরকারের জাতীয় বিপর্যয় মোকাবিলা সংস্থার তরফে সার্কুলার বের করে। তৃতীয় দফার লক ডাউন শেষ হচ্ছে আজ ১৭ই মে মধ্যরাতে। তারপর ফের আরও দুই সপ্তাহের জন্য লক ডাউনকে বর্ধিত করা হল।

তবে নতুন লক ডাউনের বেশ কিছু পরিবর্তন হয়েছে। জোনগুলিকে বিভক্ত করে ও কনটেইনমেন্ট অঞ্চল গুলিকে আলাদা করে বেশ কিছু নয়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

কোন কোন ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে, দেখে নিন –

১) ৩১শে মে পর্যন্ত চলবে না কোনো উড়ান। উড়ান পরিষেবা বন্ধ থাকবে চতুর্থ দফার লক ডাউনের শেষ দিন পর্যন্ত। কনটেইনমেন্ট অঞ্চল বাদে আন্তঃরাজ্যের মধ্যে যাতায়াতের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

২) বন্ধ থাকবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান যেমন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলি।

৩) বন্ধ থাকবে সমস্ত শপিং মল, সিনেমাহল, রেস্তোরাঁ। বন্ধ থাকবে সমস্ত শপিং মল, সিনেমাহল, রেস্তোরাঁ।

৪) বন্ধ থাকবে সমস্ত সেলুন, বিউটি পার্লার।

৫) আগামী ৩১শে মে পর্যন্ত বন্ধ থাকবে সুইমিং পুল, জিম খানা, বার।

৬) এছাড়া সামাজিক, রাজনৈতিক, খেলাধুলা সম্বন্ধীয়, ধর্মীয় কোনো কারনের জন্যই জমায়েত বরদাস্ত করা হবে না।

৭) ৬৫ বছর বয়স্ক ব্যক্তিদের, গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ও ১০ বছরের শিশুদের বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে।

কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, দেখে নিন –

১) কনটেইনমেন্ট অঞ্চল বাদে আন্তঃরাজ্যের মধ্যে যাতায়াতের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

২) দুই রাজ্যে গাড়ি বাস চলাচল করতে গেলে রাজ্যের অনুমতির প্রয়োজন লাগবে।

৩) অনলাইনে পঠনপাঠন করা যাবে।

৪) রাজ্যের মধ্যে বাস, ট্যাক্সি পরিষেবা চালু করা যাবে।

আগে যেসব ক্ষেত্রে ছাড় ছিল, এখনও সেই ক্ষেত্রে ছাড় থাকবে। কিন্তু এই দফাতে কেন্দ্রের তরফ থেকে ‘নাইট কারফিউ’ জারি করা হয়েছে। এই নাইট কারফিউ-র অর্থ হল সন্ধ্যে ৭ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত কেউ বাড়ির বাইরে বেরোতে পারবেন না। ইমার্জেন্সি পরিষেবা ছাড়া এই সময় বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। এক্ষেত্রে প্রয়োজনে ১৪৪ ধারায় জারি করা যেতে পারে বলে জানিয়েছে কেন্দ্র। নিয়ম না মানলে শাস্তি হতে পারে বলে জানিয়েছে কেন্দ্র।

Related Articles

Back to top button