আবহাওয়া দফতর জানিয়েছে দিঘা উপকূল থেকে ৯৮০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় আমফান। পশ্চিমবঙ্গে এর প্রভাব বেশি মাত্রায় পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিমবঙ্গের হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর সহ কলকাতাতেও আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়।
কলকাতাতে এই ঘূর্ণিঝড় কখন কত গতিবেগ নিয়ে আছড়ে পড়বে, জেনে নিন-
১৭ মে রাত ৮ টা থেকে ১৮ মে সকাল ৮ টা পর্যন্ত ঝড়ের গতিবেগ ২০-৩০ কিলোমিটার ছিল।
১৮ মে রাত ৮ টা থেকে ১৯ মে সকাল ৮ টা পর্যন্ত দু-এক জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইবে। গতিবেগ থাকবে ঘন্টায় ২০-৩০ কিলোমিটার।
১৯ মে রাত ৮ টা থেকে ২০ মে সকাল ৮ টা পর্যন্ত বজ্র-বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইবে। ঘন্টায় গতিবেগ ৬০ কিলোমিটার থাকবে।
২০ মে রাত ৮ টা থেকে ২১ মে সকাল ৮ টা পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় ৭০-৮০ কিলোমিটার।
আর ২১ মে রাত ৮ টা থেকে ২২ মে সকাল ৮ টা পর্যন্ত ঝড়ের গতিবেগ থাকবে ৫০-৬০ কিলোমিটার। সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।