টেক বার্তা

লকডাউনের মধ্যেই দাম বাড়াল ‘রয়্যাল এনফিল্ড’

Advertisement

বাইক আরোহীদের সবচেয়ে প্রিয় বাইকের মধ্যে “রয়্যাল এনফিল্ড” অন্যতম। সম্প্রতি এই সংস্থার কিছু বাইকের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। এই সংস্থা BS-6 ইঞ্জিনযুক্ত মডেল বুলেট 350 এবং ক্লাসিক 350 এর দাম বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। BS-6 ইঞ্জিন দ্বারা চালিত দুটি মডেলই এই বছরের শুরুর দিকে লঞ্চ হয়েছে।

রয়্যাল এনফিল্ড কর্তৃপক্ষ দুটি মডেলের দাম 2,755 টাকা বাড়িয়ে দিয়েছে। জানা গিয়েছে সবকটি রঙের বাইকের জন্যেই এটি প্রযোজ্য। দাম বাড়ানোর পর, ক্লাসিক 350 সিঙ্গেল চ্যানেল এবিএস মডেলটির পুরনো শোরুমে বর্তমান দাম 1.6 লাখ টাকা হয়েছে। তবে এটির দাম লঞ্চ হওয়ার সময় ছিল 1.57 লাখ টাকা। চারটি রঙে লঞ্চ হয়েছিল জনপ্রিয় এই বাইকটি। অন্যদিকে ডুয়াল চ্যানেল এবিএস মডেলটির দাম বেড়ে হয়েছে 1.68 লাখ টাকা। 6 টি রঙে উপলব্ধ রয়েছে এই বাইকটি।

সংবাদ সংস্থা থেকে জানা গিয়েছে ক্লাসিক 350 এর আলাদা আলাদা মডেলগুলির দাম যথাক্রমে 1.78 লাখ, 1.82 লাখ এবং 1.85 লাখ টাকা হয়েছে। এগুলি ছাড়াও রয়্যাল এনফিল্ড বুলেট 350 এর দামও বেড়ে গিয়েছে। সংস্থার সবচেয়ে কমদামী বাইক BS-6 মডেলের দাম পুরনো শোরুমে এখন 1.21 লাখ টাকা। এছাড়া রয়্যাল এনফিল্ড 350 এক্স এর দাম হয়েছে 1.24 লাখ এবং রেগুলার 350 এর দাম 1.30 লাখ টাকা।

Related Articles

Back to top button