দেশনিউজ

ঝড়ের গতিবেগ ঘন্টায় ১৫৫ কিমি, ১৫ মিটার উঁচু ঢেউ আছড়ে পড়বে সমুদ্র উপকূলে

Advertisement

ইতিমধ্যে সুপার সাইক্লোনে পরিণত হয়েছে। তার পর থেকে শক্তি সঞ্চয় করে চলেছে ক্রমাগত। বুধবার দুপুর থেকে সন্ধ্যের মধ্যে তীব্র গতিতে আছড়ে পড়বে উপকূলে। পশ্চিমবঙ্গের দীঘা ও বাংলাদেশের হাতিয়া দ্বীপের মাঝখান দিয়ে তীব্র গতিতে এগিয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বর্তমানে এই সুপার সাইক্লোনটি সমুদ্রের অভ্যন্তরে পারাদ্বীপ বন্ধর থেকে ৭৯০ কিমি দূরে অবস্থান করছে। দীঘা থেকে আমফানের কেন্দ্রের দূরত্ব ৯৪০ কিমি।

সমুদ্র উপকূলে ১৫ মিটার উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে আমফানের প্রভাবে। যে কারণে কড়া সতর্কতা জারি করেছে সরকার। উপকূলবর্তী অঞ্চলগুলোতে ঝড়বৃষ্টির কারণে ব্যাসক ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, ঝড়ের গতিবেগ ঘন্টায় ১৫৫ কিমির আশেপাশে থাকবে। ফলে উপকূল অঞ্চলে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে সমস্ত কিছু তছনছ করে দিতে পারে আমফান।

ভয়ঙ্কর রূপ নিয়ে এগিয়ে আসছে সুপার সাইক্লোন আমফান। সতর্কতা জারি করেছে সরকার। ইতিমধ্যে উপকূলীয় এলাকাগুলো থেকে মানুষ জনকে সরানোর প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। আমফানের কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি জেলার বিভিন্ন অংশে ঘূর্ণিঝড়ের প্রভাবে গাছপালা-বাড়িঘর ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।

Related Articles

Back to top button