আগামীকাল অর্থাৎ ২০ মে অতি প্রবল শক্তিশালী আকার নিয়ে স্থলভাগে আছড়ে পড়বে। মঙ্গলবার IMD ও NDRF সাংবাদিক বৈঠকে আরেক বার সতর্কবার্তা দিয়েছে। ভারতীয় আবহাওয়া দফতরের প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন যে ১৯৯৯ সালের সুপার সাইক্লোনের পর এটা দ্বিতীয় সুপার সাইক্লোন। সমুদ্রে বর্তমানে এর গতিবেগ প্রতি ঘন্টায় ২০০-২৪০ কিলোমিটার আছে। NDRF-র ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, এই সুপার সাইক্লোনের মোকাবিলায় ২৪ টি দলের বাহিনী নামানো হয়েছে। ওড়িশায় ১৫ টি দল পাঠানো হয়েছে। আর পশ্চিমবঙ্গে ১৯ টি দল পাঠানো হয়েছে।
Every Battalion has 4 teams, so there are 24 teams on standby: NDRF Chief SN Pradhan #AmphanCyclone https://t.co/HiaRHlxmHp
— ANI (@ANI) May 19, 2020
এদিকে মুখ্যমন্ত্রী আজ সাংবাদিক বৈঠকে বলেছেন, “আগামীকাল ১২টার পর কেউ বাড়ির বাইরে বেরোবেন না। দুপুর ২টো নাগাদ দক্ষিণ ২৪ পরগনার সাগরে এটি আছড়ে পড়বে। সেটি মধ্যরাত পর্যন্ত থেকে তারপর বাংলাদেশের দিকে চলে যাবে। এই ঝড়ের তিনটে অংশ রয়েছে, প্রথমে মাথা, তারপর চোখ এবং সবশেষে রয়েছে টেইল। এই টেইলই সব উড়িয়ে নিয়ে যায়।”
রাজ্যবাসীকে সতর্ক করার সাথে সাথে তিনি জানান বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত নবান্নে থেকে গোটা পরিস্থিতির উপর নজর রাখবেন। দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপ, মৌসুনি আইল্যান্ড, নামখানা, ঘোড়ামারি, কাকদ্বীপ, গোসাবা, ফ্রেজারগঞ্জ এই অঞ্চলগুলি বেশি ক্ষতিগ্রস্থ হবে বলে আশঙ্কা করে, জেলা ও পুলিশ প্রশাসনকে অতিরিক্ত সাবধানতা ও সতর্কতা অবলম্বন করতে বলেছেন তিনি।