দেশনিউজ

করোনা রুখতে ব্রহ্মাস্ত্র হতে পারে অশ্বগন্ধা, জানাল দিল্লি ও জাপানের গবেষকরা

Advertisement

করোনার বিরুদ্ধে লড়াইতে নেমেছে গোটা বিশ্ব। গোটা বিশ্বের বিজ্ঞানীরা খুঁজে চলেছে এই মারণ ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার ওষুধ। এবার আইআইটি দিল্লি ও জাপানের ন্যাশানাল ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড ইন্ডাস্ট্রিয়াল সায়েন্স ও টেকনোলজি গবেষণার মাধ্যমে জানিয়েছে, করোনা ভাইরাসকে রুখতে বড়সড় ভূমিকা নিতে পারে অশ্বগন্ধা। তাঁরা গবেষণায় দেখেছেন, অশ্বগন্ধা ও প্রোপলিসের মধ্যে যে উপাদানগুলি রয়েছে তা অ্যান্টি করোনা ভাইরাস ড্রাগের ক্ষেত্রে কাজ করে।

গবেষণার দলের দায়িত্বে থাকা প্রাপ্ত প্রধান অধ্যাপক ডি সুন্দর জানিয়েছেন, প্রোটিন বিভাজিত করার জন্য গবেষকরা SARS-CoV-2-এর এনজাইমকেই নির্দেশ করছে। আর এই এনজাইম মানব শরীরে নিজে থেকে সৃষ্টি হয় না। অশ্বগন্ধা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর ভারত সরকার তার ভিত্তিতেই গবেষণা চালাচ্ছে। তবে সুন্দর জানিয়েছেন, এই ওষুধ আসতে এখনো সময় লাগবে। আর এই আয়ুশ ওষুধ করোনার বিরুদ্ধে লড়াইয়ে অনেকটা অর্থ বাঁচিয়ে দেবে। আধুনিক সমস্ত ওষুধগুলির মতো এটি সেভাবে খতিয়ে দেখা হয়নি।

করোনার ভ্যাকসিন হিসাবে হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার শুরু হয়েছিল বিভিন্ন কয়েকটি দেশে। আমেরিকাতেও ভারত থেকে করোনার ওষুধ হিসেবে হাইড্রক্সিক্লোরোকুইন প্রেরণ করা হয়। পরে এই চিকিৎসায় সাফল্য আসে। করোনা আক্রান্ত অনেক রোগী এই ড্রাগের ফলে সুস্থ হয়ে ওঠেন। ফলে আয়ুশ ও আধুনিক ওষুধের মধ্যে একটি তুলনা চলে এসেছে। দিল্লি আইআইটি জানিয়েছে, এই গবেষণার ফল শীঘ্রই প্রকাশ করা হবে Biomolecular Structure and Dynamics-র জার্নালে।

Related Articles

Back to top button