কলকাতানিউজরাজ্য

উচ্চমাধ্যমিকের বাকি থাকা পরীক্ষাগুলির সময়সূচি ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী

Advertisement

অবশেষে ঘোষণা হল উচ্চমাধ্যমিকের স্থগিত থাকা পরীক্ষাগুলির সময়সূচি। এদিন মঙ্গলবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় উচ্চমাধ্যমিকের বাকি থাকা পরীক্ষাগুলির সূচী ঘোষণা করলেন। আগামী ২৯শে জুন, ২রা জুলাই ও ৬ই জুলাই নেওয়া হতে পারে পরীক্ষাগুলি।

এদিন মঙ্গলবার সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, পরীক্ষা কেন্দ্রগুলিতে সামাজিক দূরত্বকে প্রাধান্য দিয়ে চলবে পরীক্ষা। প্রত্যেক ছাত্রছাত্রীর মাস্ক ও স্যানিটাইজার নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। ছাত্রছাত্রীদের দূরত্ব বজায় রেখে একটি বেঞ্চে একজন করে পরীক্ষা দিতে বসবে। প্রথম বেঞ্চে একজন বসবে তারপর দ্বিতীয় বেঞ্চ ফাঁকা রেখে তৃতীয় বেঞ্চে একজন বসবে। এভাবেই সোশ্যাল ডিসট্যান্সিং মেনেই উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলির প্রক্রিয়া সম্পন্ন হবে।

আগামী ২৯শে জুন নেওয়া হতে পারে ফিজিক্স, নিউট্রেশন, এডুকেশন ও অ্যাকাউন্টেন্সি।

২রা জুলাই নেওয়া হতে পারে কেমিস্ট্রি, ইকোনমিক্স, জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্শিয়ান, অ্যারাবিক ও ফ্রেঞ্চ।

আগামী ৬ই জুলাই নেওয়া হতে পারে স্ট্যাটিসটিকস, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট এন্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট।

Related Articles

Back to top button