তীব্র গতিতে এগিয়ে আসছে সুপার সাইক্লোন আমফান। ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে কড়া সতর্কতা জারি করা হয়েছে আমফানের গতিপ্রকৃতি নিয়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভয়ঙ্কর হয়ে ওঠা সুপার সাইক্লোন দীঘা উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। দিল্লির মৌসম ভবন জানিয়েছে, ইতিমধ্যে পশ্চিম – মধ্য বঙ্গোপসাগর থেকে উত্তর দিকে সরতে শুরু করেছে সুপার সাইক্লোনটি। বিগত ৬ ঘন্টায় অনেকটাই কাছাকাছি এসে পৌঁছেছে আমফান। এই সময় ঘন্টায় ১৮ কিমি বেগে এগিয়ে এসেছে সুপার সাইক্লোনটি। যা ইতিমধ্যে পারাদ্বীপ থেকে মাত্র ৩৬০ কিমি দক্ষিণে এবং দীঘা থেকে ৫১০ দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। বাংলাদেশের খেপুপাড়া থেকে ৬৫০ কিমি দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে সুপার সাইক্লোনটি।
ভারতীয় আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, যত সময় যাচ্ছে ততই ভয়ঙ্কর হয়ে উঠছে আমফান। তবে সমুদ্রের মধ্যে ক্রমশ শক্তি সঞ্চয় করেছে আমফান, স্থলভাগের দিকে এগিয়ে এলে তা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫ টা নাগাদ ঝড়ের গতিবেগ ঘন্টায় ২০০ – ২৩০ কিমি পর্যন্ত থাকলেও রাত সাড়ে ১১ টা নাগাদ তা কমে ঘন্টায় ১৯০ – ২১০ কিমির আশেপাশে চলে আসবে। বুধবার আরও কিছুটা শক্তিক্ষয় ঘটবে আমফানের। সকাল সাড়ে ৫ টা নাগাদ ঘন্টায় ১৮০ – ১৯০ কিমি বেগে ঝড় বইবে। বেলা সাড়ে ১১ টার দিকে ঘন্টায় ১৬০ – ১৭০ কিমি বেগে বয়ে যাবে ঝড়। এরপরই দুপুর থেকে সন্ধ্যার মধ্যে দীঘা উপকূলে সুপার সাইক্লোনটির আছড়ে আশঙ্কা রয়েছে।
স্থলভাগে আছড়ে পড়ার বেশ কিছুটা শক্তিক্ষয় ঘটবে আমফানের। স্থলভাগের উপর রাত সাড়ে ১১ টা নাগাদ ঘন্টায় ৯৫ – ১০৫ কিমি ঝড় বয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে বৃহস্পতিবার ধীরে ধীরে পরিবর্তন ঘটবে আবহাওয়ার। বেলা সাড়ে ১১ টার দিকে ঝড়ের গতি নেমে আসবে ঘন্টায় ৫০ – ৭০ কিমিতে। রাত সাড়ে ১১ টা নাগাদ দুর্যোগ কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে।