আমফান বিধ্বস্ত পশ্চিমবাংলা পরিদর্শনে আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসছেন। রাজ্যের মাটিতে প্রবেশ করে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। গতকালই এমন পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অমিত শাহ কে ফোন করে প্রধানমন্ত্রীকে রাজ্যে আসার জন্য অনুরোধ করেছিলেন। এর আগেও প্রধানমন্ত্রী জানান, “সাইক্লোনে ক্ষতিগ্রস্ত এলাকার কাজ করছে বিপর্যয় মোকাবিলা দল। শীর্ষ আধিকারিকরা পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছেন, সমস্ত পরিস্থিতির উপর তারা নজর রাখছেন।”
এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ” আমরাও জানতে পেরেছি, কাল বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে সরকারিভাবে এখনো পর্যন্ত কিছু জানতে পারিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে এ রাজ্যে আসতে অনুরোধ করেছিলেন। অনুরোধে সাড়াও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এতে করেই বোঝা যাচ্ছে, তার ভাবনা চিন্তা কতটা মানবিক।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপুরো বিষয়টি তিনি হেলিকপ্টারে পর্যালোচনা করবেন, বসিরহাট যেতেও পারেন। তবে বিস্তারিত বিষয় পরে জানতে পারবো।” বিজেপি রাজ্য সভাপতির কথায়,”প্রধানমন্ত্রী অনেকদিন আগেই অর্থাৎ আর ৮ই মে রেসিডেন্স কমিশনকে চিঠি লিখে এ ধরনের ঝড়ের মোকাবিলার প্রস্তুতি জানতে চেয়েছিলেন অর্থাৎ তিনি এ নিয়ে চিন্তাভাবনা তো অনেকদিন আগে থেকেই শুরু করেছেন।”