দেশনিউজ

আমফানের আতঙ্ক না কাটতেই জানুন পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম

Advertisement

গত বুধবার কলকাতা ও সংলগ্ন এলাকায় আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় আমফান। যার জেরে ব্যাপক ক্ষতির মুখে পশ্চিমবঙ্গের একটি বিস্তৃর্ণ এলাকা। এই ‘আমফান’ নামটি থাইল্যান্ডের দেওয়া। তেমনই পরবর্তী যে ঝড়টি আসতে চলেছে তার নাম ‘নিসর্গ’। যা প্রতিবেশী দেশ বাংলাদেশের দেওয়া।

বঙ্গোপসাগর, আরব সাগর ও ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় গুলোর নাম আগের থেকেই ঠিক করা থাকে। যা পাশ্ববর্তী দেশ গুলো মিলিতভাবে ঠিক করে। এভাবেই আগে যে সমস্ত ঝড় হয়েছিল সেগুলোরও নাম ঠিক করা ছিল। প্রথম থেকে মোট ৮ টা সমুদ্র তীরবর্তী দেশ এই নাম ঠিক করার দায়িত্বে ছিল। পরে ঝড়ের দাপট অন্যান্য বেশ কয়েকটি দেশে পড়লে তাদের নাম ঠিক করার দায়িত্ব দেওয়া হয়। নির্ধারিত নামের একটি তালিকা তৈরি করা হয়। সেই তালিকায় মোট ১৩ টি দেশ ১৩ টি করে নাম নির্ধারণ করে। মোট ১৬৯ টি নামের একটি তালিকা তৈরি করে এই দেশগুলো।

পরবর্তীতে সংশ্লিষ্ট এলাকায় ঘূর্ণিঝড় সৃষ্টি হলে পূর্ব নির্ধারিত তালিকা থেকে নামকরণ করা হয়ে থাকে। জানা গেছে, আগের তালিকার শেষ নাম ছিল ‘আমফান’। যা থাইল্যান্ডের দেওয়া। পরবর্তী যে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হবে তার নামকরণ করা হবে ‘নিসর্গ’। নতুন তালিকার প্রথম এই নামটি বাংলাদেশের দেওয়া। এরপর যে ২ টি ঝড় হবে তাদের নাম হবে ‘গতি’ ও ‘নিভার’। এই নামগুলো যথাক্রমে ভারত ও ইরানের দেওয়া।

Related Articles

Back to top button