দেশনিউজ

সোমবারই ঈদ, এবছর কোলাকুলি না করার নির্দেশ দিলেন শাহী ইমাম

Advertisement

এবছরের ঈদের দিন ঘোষণা করলেন দিল্লির জামা মসজিদের শাহী ইমাম। শনিবার চাঁদের দেখা মেলেনি। তাই সোমবার ২৫ মে ইদ পালিত হবে বলে জানিয়েছেন ইমাম সৈয়দ আহমেদন বুখারি। এবছরের ঈদ উৎসবে বিশেষ নিয়মকানুনগুলি ও মেনে চলতে বলেছেন তিনি। এবছর হাত মেলানো বা কোলাকুলি করতে নিষেধ করেছেন তিনি।

সরকারের সমস্ত নির্দেশিকা মেনে চলার পরামর্শ দিয়েছেন। তারই সাথে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা ও বলেছেন। করোনার জন্য সব উৎসবের ক্ষেত্রেই বিরাট পরিবর্তন এসেছে। প্রত্যেকেই বাড়িতে বসে উৎসব পালন করেছেন। রমজানের ক্ষেত্রেও তাই হয়েছে। বাড়িতে বসেই উৎসবে মেতেছেন মুসলিমরা। ঈদেও সেই নিয়মকানুন মেনে চলার কথা বলা হয়েছে।

এবছর প্রথা মেনে সবাইকে নিয়ে যাতে ঈদ উদযাপন না করা হয় তাই ‘হ্যাশট্যাগ নো ঈদ সেলিব্রেশন’ কিংবা ‘হ্যাশট্যাগ নো নিউ ক্লোদস ইন ঈদ’ সোশ্যাল মিডিয়াতেও নতুন ট্রেন্ড চালু করা হয়েছে। দেশে প্রায় ১৭ কোটিরও বেশি মুসলিম থাকেন তাই ঈদের উদযাপন দেশের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসব। তাই  বর্তমান পরিস্থিতিতে করোনা সংক্রমণ রুখতে এবছর সামাজিক দূরত্বতা বজায় রাখার আর্জি জানানো হয়েছে।

Related Articles

Back to top button