কৌশিক পোল্ল্যে: বাংলাদেশি গায়ক নোবেল সদ্যই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বেশকিছু অশ্লীল মন্তব্য করে খবরের শীর্ষে উঠে আসেন। এই গায়ক জি বাংলার জনপ্রিয় টিভি রিয়্যালিটি শো ‘সা রে গা মা পা’এর শেষ সিজনটিতে প্রতিযোগী হিসেবে অংশগ্রহন করেন। প্রতিযোগিতার নিরিখে তৃতীয় স্থান অর্জন করার পরই ক্ষোভে ফেটে পড়েন এই গায়ক। এরপর একের পর এক ভারতীয় ব্যক্তিত্বকে নিয়ে নানান উস্কানিমূলক পোস্ট তিনি করেই চলেছিলেন সোশ্যাল মিডিয়ায়।
নিজের বদনাম হবার প্রসঙ্গে নরেন্দ্র মোদী চা-ওয়ালা ইত্যাদি কথা টেনে আনেন নোবেল যার জেরেই ভারতীয় ইউজারদের তীব্র সমালোচনার মুখে পড়তে হয় গায়ককে। তাকে নিয়ে তৈরি হওয়া নানান ট্রোল ও মিমস ঘুরছে সোশ্যালের পাতায়। পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরে পূর্ববর্তী পোস্টটি ডিলিট করে আবারো একটি উস্কানিমূলক পোস্ট দিয়ে ক্ষমা চান নোবেল। পোস্টে তীর্যক কটাক্ষ মিশ্রিত থাকায় ভারতীয়রা আবারো তাকে নিয়ে যথেচ্ছ ট্রোল করা শুরু করেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপোস্টে কাজ না হওয়ার দরুন পরে একটি ভিডিও পোস্ট করলেন নোবেল। ক্যাপশনে ‘আমি দুঃখিত’ লিখে প্রথমেই সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, তার কোনোরকম উদ্দেশ্য ছিল না নরেন্দ্র মোদীর নামে কটুবাক্য প্রয়োগ করে তাকে ছোট করার। সামনেই তার একটি গান মুক্তি পেতে চলেছে যার নাম ‘তামাশা’। এই গানের প্রমোশনের কারনেই এমনটা করেছেন বলে দাবী নোবেলের, শেষে আরও একবার তিনি সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানান।
ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে ক্রমাগত অশ্লীল ও অযৌক্তিক মন্তব্য করায় নোবেলকে এখনো ক্ষমা করতে পারেননি নেটিজেনদের সিংহভাগ অংশ। যেই দেশে গান গেয়ে নোবেল নিজের বাজার তৈরি করলেন সেই ভারত থেকেই তাকে চিরতরে বয়কট করা হয় কিনা সেটাই এখন দেখার অপেক্ষা। তবে নোবেলের এহেন আচরনে পূর্বেই ভারতীয়রা তাকে মন থেকে বহিষ্কার করেছেন একথা বলা চলে। নোবেলের ক্ষমা চাওয়ার ভিডিওটি নীচে দেওয়া রইল শুধুমাত্র আপনার জন্য, একঝলক দেখে নিন।