লকডাউনের মধ্যেও এখন রাস্তায় মানুষের ভিড় বাড়ছে। বেশ কিছু বেসরকারি অফিস খুলে যাওয়াতে অফিস যাত্রীদের ভিড় ও বাড়ছে। কিন্তু বাসের জন্য বিভিন্ন স্টপেজে যাত্রীরা দাঁড়িয়ে রয়েছে। পর্যাপ্ত বাস নেই। আর বাস এলেও সেখানে ২০ জনের বেশি যাত্রী নেওয়া হচ্ছে না। তাই এবার যাত্রীদের এই সমস্যা কমাতে কলকাতা ও শহরতলির মধ্যে ৪৯ টি বাস রুট চালু করা হচ্ছে। বর্তমানে শহরে ১৫ টি রুটে তিরিশ মিনিট অন্তর বাস চালানো হচ্ছে। তবে প্রত্যেক ডিপোতে ২০ জন যাত্রী হয়ে যাচ্ছে। ফলে মাঝখানের স্টপেজগুলোতে দাঁড়িয়ে থাকা যাত্রীরা আর বাসে উঠতে পারছেন না।
সূত্রের খবর অনুযায়ী, সকাল ৭ টা থেকে রাত ৭ টা পর্যন্ত পরিষেবা দেওয়া হবে। বাসের সংখ্যা আরও বাড়ানো হবে। তাই প্রথম ট্রিপে ২৫০ টি বাস নামানো হবে। আর দ্বিতীয় ট্রিপে ১৭৫ টির মতো বাস নামানো হবে। এখন রাস্তায় নন এসি বাস চলবে। এসি বাস চলবে না। তবে এই ২০ জন করে যাত্রী নিলে স্টপেজে দাঁড়িয়ে থাকা যাত্রীরা আর বাসে উঠতে পারবে না। তাই ২০ জনের বেশি অর্থাৎ ৩০ জন মতো যাত্রী তোলার চিন্তাভাবনা করছে পরিবহন দপ্তর। যেহেতু রাস্তায় এখন সরকারি বাস চলছে। তাই যাত্রীদের ভোগান্তি যদি কিছুটা কম হয় তার জন্য যাত্রী সংখ্যা বাড়ানোর পরিকল্পনা চলছে।
এদিকে শহরে হলুদ ট্যাক্সি পরিষেবা চালু হয়ে গিয়েছে। তবে ট্যাক্সিতে ২ জনের বেশি যাত্রী ওঠানো যাবে না। আর গাড়ি স্যানিটাইজড করা বাধ্যতামূলক করা হয়েছে। ট্যাক্সি চালকদের মাস্ক ও গ্লাভস পড়তে হবে। আমফানের তান্ডবে চারিদিকে সব লণ্ডভণ্ড হয়ে রয়েছে। দ্রুত সমস্ত কিছু স্বাভাবিক করার চিস্তা করা হচ্ছে।