কলকাতানিউজরাজ্য

২৮ মে বাংলায় চালু হবে অভ্যন্তরীণ বিমান পরিষেবা, মানতে হবে সরকারের এই নিয়মগুলি

Advertisement

গত ২৫ তারিখ দেশ জুড়ে চালু হয় বিমান পরিষেবা। তবে রাজ্যে আমফান তান্ডবের জেরে সচল করা যায়নি দমদম বিমানবন্দরে বিমান পরিষেবার প্রক্রিয়া। কলকাতা সহ দুই রাজ্য তছনছ হয়ে যায় ঘূর্ণিঝড় ‘আমফান’-এর জেরে। আর তার ফলেই গত ২৫শে মে বিমান পরিষেবা সচল করতে রাজি হয়নি রাজ্য। আগামী ২৮শে মে বৃহস্পতিবার থেকে সচল হবে কলকাতায় বিমান পরিষেবা।

তবে বিমানে চড়তে গেলে মানতে হবে কয়েকটি গাইডলাইন। স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেক যাত্রীকে থার্মাল স্ক্রিনিং করা হবে। যাদের দেহে কোভিড-১৯ এর নমুনা মিলবে তাঁদের সোয়াব টেস্টের নমুনা সংগ্রহ করা হবে। থাকবে আরও কয়েকটি নিয়ম-

* যেসব যাত্রীর দেহে করোনার জীবাণু মিলবে তাঁদের কোভিড সেন্টারে নিয়ে যাওয়া হবে।

* প্রত্যেক যাত্রীর মাস্ক পরা বাধ্যতামূলক। যাতে নাক ও মুখ ঢাকা থাকে।

* বিমানবন্দর চত্বরে পাওয়া যাবে স্যানিটাইজার। বিমানবন্দরে ভিড়যুক্ত এলাকাগুলি নিয়মিত পরিস্কার রাখতে হবে।

* মানতে হবে সামাজিক দূরত্ব। হাঁচি ও কাশি হলে মুখ ঢাকতে হবে টিস্যুর সাহায্যে।

* বিমানে অবতরণ ও আরোহন দুই সময়েই স্বাস্থ্য পরীক্ষা করা হবে। যাদের শরীরে কোভিড-১৯ এর জীবানু মিলবে না তাঁদেরই বিমানে চড়ার সুযোগ দেওয়া হবে।

* বিমান থেকে নামার পর ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। নমুনা দেখা না দিলে চিকিৎসকের কাছে রিপোর্ট করে ফোন করতে হবে রাজ্য কল সেন্টারে।

* যেসব যাত্রীর করোনা লক্ষণ সামান্য দেখা দেবে তাঁদের নিজ বাড়িতে যাওয়ার অনুমতি মিলবে।

* সেল্ফ ডিক্লারেশন ফর্ম জমা দিতে হবে রাজ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে

Related Articles

Back to top button