ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা। এখন থেকেই উত্তর বঙ্গোপসাগরে চোখ রাঙানি দিচ্ছে একটি ঘূর্ণিঝড়। সম্প্রতি হয়ে যাওয়া ঘূর্ণিঝড় আমফানের তান্ডবের পর এবার ফের আরও এক ঘূর্ণিঝড় আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বায়ুচাপের তারতম্যের জেরে উত্তর বঙ্গোপসাগর সহ বাংলাদেশের উপকূল অঞ্চল ও সমুদ্র বন্দরের উপর দিয়ে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। একেই আমফানের তান্ডব তার উপর করোনার প্রকোপ, এরই মাঝে গোদের উপর বিষফোঁড়ার মত চোখ রাঙাচ্ছে নয়া ঘূর্ণিঝড়।
কক্সবাজার, পায়রা সমুদ্র বন্দর তিন নম্বর সড়ক, চট্টগ্রাম, মংলা অঞ্চলগুলিতে সতর্ক বার্তা দেওয়া হয়েছে। আরও বলা হয়েছে, ২-৪ ফুট উঁচু পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে। এছাড়া সাতক্ষীরা, নোয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, চট্টগ্রাম সহ উপকূলবর্তী জেলা এবং অদূরবর্তী দ্বীপ ও চরের নিম্নভাগে বায়ুচাপের তারতম্যের ফলে ২-৪ ফুট উঁচু জলোচ্ছ্বাস হতে পারে।
রংপুর, সিলেট, রাজশাহী, টাঙ্গাইল, দিনাজপুর, পাবনা, বগুড়া, ময়মনসিংহ, অঞ্চলগুলিতে নদী বন্দরের পূর্বাভাসে বলা হয়েছে ৪৫-৬০ কিমি বেগে বাতাস বইতে পারে। এছাড়াও হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারদের সতর্ক করা হয়েছে।