Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জুন থেকে শুরু ট্রেন চলাচল, বাংলায় ১৬ জোড়া ট্রেনের রইলো তালিকা

দেশে লকডাউন চলছে প্রায় ২ মাসের বেশি সময় ধরে। সমস্ত পরিবহন ব্যবস্থাই বন্ধ ছিল। কিন্তু চতুর্থ দফার লকডাউনে বেশ কিছু পরিবহন ব্যবস্থাতে ছাড় দেওয়া হয়েছে। কিছু বিশেষ ট্রেন ও অন্যন্য…

Avatar

দেশে লকডাউন চলছে প্রায় ২ মাসের বেশি সময় ধরে। সমস্ত পরিবহন ব্যবস্থাই বন্ধ ছিল। কিন্তু চতুর্থ দফার লকডাউনে বেশ কিছু পরিবহন ব্যবস্থাতে ছাড় দেওয়া হয়েছে। কিছু বিশেষ ট্রেন ও অন্যন্য ট্রেন চালাবে ভারতীয় রেল। আগামী ১ লা জুন থেকে নতুন করে ১০০ জোড়া ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। এই ট্রেনগুলি নিয়মিতভাবেই চলবে। জানা গেছে এই ট্রেনগুলিতে সব কামরাই থাকবে। আর আইআরসিটিসির ওয়েবসাইট থেকে টিকিট বুক করা যাবে।

এছাড়া রেলের নির্দিষ্ট কিছু কাউন্টার থেকে রিজার্ভেশন ও পাওয়া যাবে। এছাড়া এই ট্রেনগুলি আগে যে সময়সূচি অনুযায়ী চলত, সেই সময়সূচি অনুযায়ী চলবে। এই ট্রেনগুলিতে সমস্ত স্বাস্থ্যবিধি, নিয়মকানুন মেনে যে কেউ টিকিট বুক করতে পারবেন। এই ১০০ জোড়া ট্রেনের মধ্যে বাংলার সাথে যোগাযোগকারী ১৬ জোড়া ট্রেন রয়েছে। এই ট্রেনগুলি আলিপুরদুয়ার, নিউ জলপাইগুড়ি, হাওড়া, শিয়ালদহ, শালিমার ও কলকাতা স্টেশন থেকে ছাড়া হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বাংলার সাথে যোগাযোগকারী ১৬ জোড়া ট্রেনের নামের তালিকা:

১) ০২৭০৩/০৪ হাওড়া সেকেন্দরাবাদ ফলকনুমা এক্সপ্রেস।

২) ০২৮১০/০৯ হাওড়া মুম্বই সিএসটি মেল (ভায়া নাগপুর)।

৩) ০২৮৩৩/৩৪ আমেদাবাদ হাওড়া এক্সপ্রেস।

৪) ০২৩০৭/০৮ হাওড়া জোধপুর/বিকানের এক্সপ্রেস

৫) ০২৩৮১/৮২ পূর্বা এক্সপ্রেস (ভায়া কর্ড)।

৬) ০২৩০৩/০৪ পূর্বা এক্সপ্রেস (ভায়া মেন)।

৭) ০২২৪৫/১২২৪৬ হাওড়া যশোবন্তপুর দুরন্ত এক্সপ্রেস

৮) ০২৩৭৭/৭৮ শিয়ালদহ নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস।

৯) ০২২০১/২২২০২ শিয়ালদহ পুরী দুরন্ত এক্সপ্রেস।

১০) ০২২১৩/২২২১৪ শালিমার পটনা দুরন্ত এক্সপ্রেস।

১১) ০২০৭৩/৭৪ হাওড়া ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস।

১২) ০২০২৩/২৪ হাওড়া পটনা জনশতাব্দী এক্সপ্রেস।

১৩) ০২০২১/২২ হাওড়া বরবিল জনশতাব্দী এক্সপ্রেস।

১৪) ০৫৪৮৪/৮৩ দিল্লী আলিপুরদুয়ার মহানন্দা এক্সপ্রেস।

১৫) ০২৪০৭/০৮ অমৃতসর নিউ জলপাইগুড়ি কারামভূমি এক্সপ্রেস।

১৬) ০২৩৫৭/৫৮ অমৃতসর-কলকাতা এক্সপ্রেস।

About Author