সকাল থেকেই আকাশ মেঘলা, আগামী ৪৮ ঘণ্টায় ব্যাপক বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের

প্রবল ঘূর্ণিঝড় 'আমফান' এর দ্বারা হওয়া ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই ফের রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর। দুই বঙ্গেই আগামী ৪৮ ঘন্টায় হতে পারে ভারী বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি…

Avatar

প্রবল ঘূর্ণিঝড় ‘আমফান’ এর দ্বারা হওয়া ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই ফের রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর। দুই বঙ্গেই আগামী ৪৮ ঘন্টায় হতে পারে ভারী বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা, যেমন- দুই বর্ধমান, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুধু তাই নয় কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে মেঘলা আকাশ সহ কালবৈশাখী হওয়ার খবরও পাওয়া গিয়েছে।

সকাল থেকেই আকাশ মেঘলা, আগামী ৪৮ ঘণ্টায় ব্যাপক বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের

এছাড়াও উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি ও দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাত এবং প্রবল ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণী ও পূবালী হাওয়ার মিলিত প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে, যার ফলস্বরূপ বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।

সকাল থেকেই আকাশ মেঘলা, আগামী ৪৮ ঘণ্টায় ব্যাপক বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের

অন্যদিকে আন্দামানে ‘আমফান’ এর সময়েই ঢুকেছে মৌসুমী বায়ু। যার ফলে শক্তি সঞ্চয় করেছে বর্ষা। আবহাওয়াবিদদের ধারণা এতে প্রাক বর্ষা পরিস্থিতি লক্ষ্য করা যেতে পারে। প্রবল ঝড়বৃষ্টির জন্য সতর্ক করা হয়েছে মৎসজীবিদের। সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা এবং যারা মাঝ সমুদ্রে রয়েছেন তাদের ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে।

About Author