দেশনিউজ

পরিযায়ী শ্রমিকদের থেকে কোনও ভাড়া নেওয়া চলবে না, স্পষ্ট জানাল সুপ্রিম কোর্ট

Advertisement

দেশজুড়ে দীর্ঘদিন লকডাউনের জেরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন পরিযায়ী শ্রমিক ও গরিব মানুষেরা। পরিযায়ী শ্রমিকদের দুঃখের শেষ নেই। অবশেষে এই পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার জন্য অন্তর্বর্তীকালীন আদেশ দিল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিযায়ী শ্রমিকদের থেকে ট্রেনের পরিবহন খরচ বাবদ কোনো টাকা নেওয়া হবে না।

এর পাশাপাশি প্রত্যেক পরিযায়ী শ্রমিকদের খাবার, আশ্রয় ও জলের ব্যবস্থা করতে হবে। যে রাজ্যের শ্রমিক সেই রাজ্যকেই সমস্ত কিছুর ব্যবস্থা করতে হবে বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। রেল এই বিষয়ে কোনও দায়িত্ব নেবে না। মঙ্গলবারই বিচারপতি অশোক ভূষণ, সঞ্জয় কিষাণ এবং এম আর শাহের নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্ট করে বলেন যে তারা খুঁটিয়ে দেখবেন পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্যগুলি কেমন ব্যবস্থা নিয়েছে। রাজ্যের তরফ থেকে পরিযায়ী শ্রমিকদের জন্য যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে না বলে তারা মনে করছেন। এবার নোটিশ জারি করে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের বিনামূল্যে খাবার ও আশ্রয় দিতে হবে।

লকডাউনের ফলে দেশের পরিযায়ী শ্রমিকের জীবন বিপন্ন হয়েছে। কেউ ঠাঁই পেয়েছেন ত্রাণশিবিরে। কেউ আবার হেঁটে বাড়ি ফিরতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। এই অবস্থায় শ্রমিকদের বাড়ি ফেরানোর জন্য বিশেষ ট্রেন চালু হতেই শুরু হয় তর্ক-বিতর্ক। রাজ্য না কেন্দ্র কে  এদের ভাড়া বহন করবে, তাই নিয়ে মতান্তর চলছিল। অবশেষে সুপ্রিম কোর্ট সব কিছু স্পষ্ট করে জানিয়ে দিয়েছে পরিযায়ী শ্রমিকদের থেকে পরিবহন খরচ বাবদ টাকা নেওয়া যাবে না।

Related Articles

Back to top button