আবার ধেয়ে আসছে কালবৈশাখী, আগামী ৪৮ ঘন্টায় প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা

আমফান বিপর্যয় কাটিয়ে ওঠার আগেই আবারও দুর্যোগের মুখোমুখি পশ্চিমবঙ্গ। আগামী ৪৮ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের আগমন ঘটতে চলেছে উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে। আগামী রবিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ।…

Avatar

আমফান বিপর্যয় কাটিয়ে ওঠার আগেই আবারও দুর্যোগের মুখোমুখি পশ্চিমবঙ্গ। আগামী ৪৮ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের আগমন ঘটতে চলেছে উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে। আগামী রবিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। রবি ও সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বইবে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার এক পূর্বাভাসে এমনই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর।

আগামীকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল ঝড়ের আশঙ্কা রয়েছে। ঘন্টায় ৬০ কিমি বেগে বইবে দমকা হাওয়া। কালবৈশাখীর কারণেই হতে পারে এই ঝড়। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, মুর্শিদাবাদ, নদীয়া, বীরভূম, দুই বর্ধমান ও উত্তর ২৪ পরগনায় প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহারে।

আগামী রবিবার থেকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় এই ক’দিন আকাশ মেঘলা থাকার পাশাপাশি দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। যার জেরে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যে স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি কমে গেছে।

দক্ষিণের প্রবল বাতাসের উপর ভর করে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে বঙ্গে। বাংলা, বিহার ও আসাম হয়ে নাগাল্যান্ড পর্যন্ত পূর্ব পশ্চিমে বিস্তৃত একটি অক্ষরেখার টানেও প্রচুর জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে। এর ফলে আগামী ৪৮ প্রচুর বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পূর্বের রাজ্যগুলিতে। একইসঙ্গে দক্ষিণের কেরালা ও কর্ণাটকেও বৃষ্টি শুরু হবে শনিবার থেকে।