নিউজরাজ্য

বর্ধমানে থামেনি ট্রেন, স্পেশ্যাল ট্রেন থেকে পালাতে গিয়ে আটক ৫৮ পরিযায়ী শ্রমিক

Advertisement

বর্ধমান স্টেশনে ট্রেন থামেনি, তাই ট্রেনের চেন টেনে ট্রেন থেকে নামতে বাধ্য হয় পরিযায়ী শ্রমিকরা। তবে শেষ রক্ষা হয়নি। কর্তব্যরত আরপিএফ কর্মীদের নজরে আসাতে তাদের আটক করা হয়। বর্তমানে তাদের স্থান স্টেশন। রেল কর্তৃপক্ষের তরফে ৫৮ জন জৈত্রীকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে, এমনটাই জানা গেছে।

আসলে কাটিয়াম থেকে মালদা টাউনগামী একটি স্পেশ্যাল ট্রেনটি বাঁকুড়া স্টেশনের উপর যাচ্ছিল।  কিন্তু ওই ট্রেনটির বর্ধমান স্টেশনের উপর দিয়ে যাবার কথা থাকলেও কোনও কারণে ট্রেনের রুট বদল হয়। ফলে বাঁকুড়ার উপর দিয়ে ট্রেনটি নিয়ে যাবার সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ।

আর যেহেতু ট্রেনের মধ্যে বর্ধমান স্টেশনে নামার জন্য কিছু যাত্রী ছিলেন। তারা বর্ধমানে নামতে পারেনি। তাই বাঁকুড়া স্টেশনে ট্রেন ঢোকা মাত্রই ট্রেনের চেন টেনে ট্রেন থামিয়ে বর্ধমানের বিভিন্ন এলাকার ৫৮ জন যাত্রী নামেন। মূলত বর্ধমানের ইন্দাস, পাত্রসায়র, বিষ্ণুপুর এই এলাকাগুলির যাত্রীরা ছিলেন। আর ট্রেনের চেন থামাতেই আরপিএফ কর্মীদের নজরে পড়ে যায়। ফলে সেই যাত্রীদের এখন আটক করে স্টেশনে রাখা হয়েছে।

Related Articles

Back to top button