Today Trending Newsদেশনিউজ

তিনটি ধাপে খুলবে সমস্ত পরিষেবা, ঘোষণা কেন্দ্রের

Advertisement

ফের শুরু হচ্ছে পঞ্চম দফার লকডাউন। আগামী ১ লা জুন থেকে শুরু হয়ে তা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। দেশের কন্টেনমেন্ট জোন ছাড়া বাকি সব জায়গাতেই ছাড় মিলবে। কেবলমাত্র কন্টেনমেন্ট জোনে আরও বেশি কড়াকড়ি হবে। কন্টেনমেন্ট জোন ছাড়া বাকি সব ক্ষেত্রে ধাপে ধাপে লকডাউন উঠবে। এবারে রাজ্য চাইলে আন্তঃজেলা এবং আন্তঃরাজ্য যাতায়াতের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। ১ লা জুন ২০২০ থেকে নাইট কার্ফুর সময় পরিবর্তন করা হয়েছে। এবার রাত ৯ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত চলবে নাইট কার্ফু।

প্রথম ধাপ-

৮ জুন থেকে সব ধর্মীয় স্থান, বেসরকারি অফিস, হোটেল-রেস্তোরাঁ, শপিং মল খুলে যাবে। তবে অবশ্যই সামাজিক দূরত্ব বিধি মানতে হবে। কিন্তু কন্টেনমেন্ট জোনে এই ছাড় মিলবে না।

দ্বিতীয় ধাপ-

স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খোলা যেতে পারে। এই বিষয়ে জুলাই মাসে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তবে সেক্ষেত্রে রাজ্য সরকারকে সব শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সাথে এবং অভিভাবকদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। এই  প্রতিষ্ঠান খুললেও কি ধরণের সাবধানতা মানতে হবে সেটা জানাবে স্বাস্থ্যমন্ত্রক।

তৃতীয় ধাপ-

দেশে বেশ কিছু ক্ষেত্রে এই দফাতেও নিষেধাজ্ঞা জারি থাকবে। এর মধ্যে রয়েছে-আন্তর্জাতিক বিমান পরিষেবা, মেট্রো রেল, সিনেমা হল, বার, বিনোদন পার্ক, থিয়েটার হল, জিম, সুইমিং পুল। এর সাথে কোনোরকম বড়ো জমায়েত করা যাবে না। কোনো ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না। এই সমস্ত কিছু কবে খোলা হবে, তা নিয়ে পরে সদ্ধান্ত নেওয়া হবে।

Related Articles

Back to top button