দেশনিউজ

আরব সাগরের তৈরি হচ্ছে ঝড়, আগামী ৪৮ ঘণ্টায় ধেয়ে আসছে

Advertisement

শনিবার ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে যে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে দক্ষিণ-পূর্ব আরব সাগরের উপর একটি নিম্নচাপের অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে সতর্ক করে দিয়ে আবহাওয়া দপ্তর যে, নিম্নচাপটি ক্রমশ শক্তিশালী হয়ে ৩ রা জুনের মধ্যে মহারাষ্ট্র ও গুজরাটের দিকে অগ্রসর হতে পারে।

আইএমডি জানিয়েছে, ‘আগামী ৪৮ ঘন্টার মধ্যে দক্ষিণ-পূর্ব আরব সাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হবে। পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে আরও নিম্নচাপের শক্তি তীব্রতর হবে। এরপরই তা উত্তর ও উত্তর-পশ্চিম দিকে ৩ রা মে পর্যন্ত গুজরাট এবং উত্তর মহারাষ্ট্রের দিকে যাওয়ার জন্য অগ্রসর হবে।’

আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে যে, আরব সাগরের উপর নিম্নচাপের সম্ভাবনা তৈরি হওয়ার ফলে আগামী ১ জুন থেকে কেরালায় বর্ষা চলে আসতে পারে। আইএমডি জানিয়েছে, ‘দক্ষিণ-পূর্ব ও পূর্ব আরব সাগরের উপর সৃষ্টি হওয়া একটি নিম্নচাপের প্রভাবে কেরালার উপর দক্ষিণ-পশ্চিম বর্ষা শুরু হবে। বৃষ্টি হওয়ার জন্য ১ লা জুন থেকে পরিস্থিতি অনুকূল হয়ে উঠবে।’

আরব সাগরের উপর ক্রমবর্ধমান ঝড়ের কারণে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন রাজ্যে মাছ ধরার কার্যক্রম সম্পূর্ণ রূপে নিষিদ্ধ করেছেন। গতকাল সংবাদমাধ্যমের সাথে কথা বলার সময় বিজয়ন বলেন, ‘ভারত আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে যে জুনের প্রথম সপ্তাহের মধ্যে বর্ষা দক্ষিণ-পশ্চিম কেরালা উপকূলে পৌঁছে যাবে। পরের পাঁচ দিনের মধ্যে রাজ্য বৃষ্টিপাত হবে। কেরালার উপকূলে মাছ ধরা এবং দক্ষিণ পূর্ব আরবীয় সমুদ্রে যাওয়া আসা মধ্যরাত থেকে সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে।’

Related Articles

Back to top button